বিনোদন ডেস্ক : হঠাৎ বুকে ব্যথা অনুভব হওয়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক ওমর সানির হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানালে পরবর্তীতে তার হার্টে রিং পরানো হয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
সুস্থ হয়ে লাইভে আসলেন ওমর সানি, ভক্তদের যা বললেন:- ভক্তদের উদ্দেশে বলেন, ‘আস্সালামু আলাইকুম। আমি আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি। দোআ করবেন যেন সুস্থ থাকি। আল্লাহ্ যা করেন তা ভালোর জন্য করেন। চাইলে এর চেয়ে বড় বিপদ ঘটতে পারতো।’
‘সেটা আল্লাহ্ পাক দেননি তা শুকরিয়া। আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসবো এবং কাজ শুরু করবো। আপনারা আমার জন্য দোআ করেছেন, আরো করবেন, যেন আমি সবসময় আপনাদের মাঝে থাকতে পারি, আমার দুটি বাচ্চার কাছে থাকতে পারি, আমার স্ত্রীর কাছে থাকতে পারি। আল্লাহ্ সবাইকে ভালো রাখুক, সাথে আমাকেও ভালো রাখুক।’
তথ্যসূত্র : ওমর সানির ফেসবুক পেইজ।
এমটিনিউজ২৪/এম.জে/ এস