বিনোদন ডেস্ক : বিয়ের ডেট প্রায় ঠিক হয়েই গিয়েছিল, কলকাতায়ও এসেছিলেন বিয়ের গয়না কিনতে, ডেস্টিনেশন ওয়েডিং এর উড়ো খবর ভাসছিল এদিক ওদিক। কিন্তু শ্রীদেবীর হঠাৎ চলে যাওয়ায় বিয়ে স্থগিত সোনমের। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।
কথা হচ্ছে সোনম কাপুরের। সম্প্রতি চারিদিকে চলছিল সোনাম ও আনন্দ আহুজার বিয়ের খবর। ওয়েডিং প্রিপারেশনে কোনও খামতি ছিলনা। তাদের সম্পর্ক বেশ অনেকদিনের। সোনম কাপুর তার পার্সোনাল রিলেশনশিপ নিয়ে কখনই খুব একটা মুখ খোলেননি।
কফি উইথ করণ সেলেব্রিটি চ্যাট শো-তে সরাসরি জানিয়ে দিয়েছিলেন একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি তার পার্সোনাল লাইফকে পার্সোনালই রাখতে চান। তেমনই রেখেছিলেন বেশ কিছু বছর।
গত বছর থেকে সোশাল মিডিয়ায় আনন্দ আহুজার সঙ্গে বেশ কিছু স্পেশাল ছবি পোস্ট করতে দেখা গেছে বহুবার। তাই ভক্তরা একপ্রকার ধরেই নিয়েছিলেন খুব তাড়াতাড়ি হয়তো তাদের বিয়ের ছবিও দেখা যাবে। কিন্তু এতো আনন্দের মাঝেই সোনমের চাচী শ্রীদেবীর অকালপ্রয়াণ। বিয়ে কবে ঠিক হবে তা জানা না গেলেও, আপাতত সব কিছু স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস