বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০২:১৮:০৮

বিয়ের খবর পেয়ে যা বললেন শুভশ্রীর সাবেক প্রেমিক দেব

বিয়ের খবর পেয়ে যা বললেন শুভশ্রীর সাবেক প্রেমিক দেব

বিনোদন ডেস্ক : পরিচালক রাজ চক্রবর্তী-শুভশ্রীর এনগেজমেন্ট নিয়ে ইতোমধ্যেই সাড়া পড়ে গিয়েছে সর্বত্র ৷ মঙ্গলবার রাতে এনগেজমেন্ট পর্বটা সেরে ফেললেন টলি পাড়ার জনপ্রিয় এ জুটি। নিজেদের টুইটার এবং ফেসবুকে একটি ছবি পোস্ট করে রাজ এবং শুভশ্রী নিজেই জানান তাদের এনগেজমেন্ট পর্ব সেরে ফেলার কাহিনী ৷

শুভশ্রী,খানিকটা গোপনীয়তার সঙ্গে এনগেজমেন্টটা সেরে ফেললেও বিয়েতে বিন্দুমাত্র গোপনীয়তা থাকবে না । সকলকে জানিয়েই ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ এবং শুভশ্রী।

বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা বাওয়ালি রাজবাড়িতে। তবে ঘনিষ্ঠেরাই কেবল উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে৷ কিন্তু এ অনুষ্ঠানকে ঘিরে স্বভাবতই উঠে আসছে বেশ কয়েকটা নাম, যার মধ্যে রয়েছে পায়েল, মিমি, দেব প্রমুখ ৷

বিয়ের খবর পেয়ে যা বললেন শুভশ্রীর সাবেক প্রেমিক দেব:- এবার এ বিয়ে নিয়ে মুখ খুললেন শুভশ্রীর সাবেক প্রেমিক সুপারস্টার দেব । সবার ধারণা ছিলো এদের বিয়ে হলে দেবের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটবে, কিন্তু দেব সবার সেই ভুল ধারণা ভেঙে দিয়ে উল্টো তাদের বিয়ের খবর পেয়ে খুশি হয়ে টুইটারে লিখেছেন, ‘Congratulations chocolate Babu. God bless both of u.Really happy for both of u.’’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে