বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০৭:৩০:২৯

অবশেষে জানা গেলো শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রেমিকের নাম

অবশেষে জানা গেলো শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রেমিকের নাম

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত হয়েছেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। ২১ বছরে পা রেখেছেন তার মেয়ে জাহ্নবী কাপুর। আগেই বলেছিলেন মাকে ছাড়া এবারের জন্মদিন পালন করবেন না তিনি। তবে বোন সোনম কাপুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ঠিকই কেক কেটেছেন।

সবাই যখন জাহ্নবীর মন ভালো রাখার চেষ্টা করছেন। তখন সামনে উঠে এলো আরও একটি সম্পর্ক। জানা গেল শ্রীদেবী কন্যার প্রেমিকের নাম। নাম রঞ্জন, বর্তমানে ম্যাসাচুসেটস-এর বস্টনের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তিনি।

পরিবারের সদস্যদের পাশাপাশি জাহ্নবী জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তার ‘বিশেষ বন্ধু’ রঞ্জন। রঞ্জনের শুভেচ্ছার প্রেক্ষিতে ‘আই লাভ ইউ’ বলেছেন জাহ্নবী। সোশ্যাল সাইটে সেই কথোপকথন এখন ভাইরাল।

এর আগে পরিচালক গৌরি শিন্দের ‘ডিয়ার জিন্দেগি’-র স্পেশাল স্ক্রিনিংয়ের সময় বনি কাপুর, শ্রীদেবী ও জাহ্নবীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় রঞ্জনকে। এরপর থেকেই জাহ্নবী-রঞ্জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। আর এবার এই মন্তব্যের ফলে সেটি আরও সামনে এলো।

মায়ের উৎসাহে সম্প্রতি বলিউড চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন জাহ্নবী কাপুর। জাহ্নবীর প্রথম চলচ্চিত্র ‘ধড়ক’ মুক্তি পাবে আগামী জুলাই মাসে। অভিনেতা শহীদ কাপুরের ভাই ঈশানের সঙ্গে রোমান্টিক এই চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর।

নিজের প্রথম ছবিটিও মাকে সঙ্গে নিয়ে আর দেখতে পারবেন না। সম্প্রতি একটি ফ্যাশন শো’তে জাহ্নবীকে নিয়ে হাত ধরে হেঁটেছিলেন শ্রীদেবী। সেই মুহূর্তটিও এখন জাহ্নবীর কাছে শুধুই স্মৃতি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে