বিনোদন ডেস্ক : ২০১৪ সালে বলিউডে পা রাখেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। হিন্দির ছবির পর তেলেগু ভাষার ‘ভারত আনে নেনু’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে এ অভিনেত্রীর।
এতে দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমায় মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবুকে। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। কিন্তু তার চরিত্রে প্রসঙ্গে এতদিন কিছু জানা যায়নি।
এ নিয়ে তার ভক্তদের মধ্যেও ছিল কৌতূহল। তার ভক্তদের জন্য নতুন খবর হলো- এতে মহেশ বাবুর ব্যক্তিগত সহকারীর চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজকে। কোরাতলা শিবা পরিচালিত এ সিনমোটি আগামী ২৭ এপ্রিল মুক্তির কথা রয়েছে। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তির কথা রয়েছে।
কিয়ারা আদভানি বলিউডের ‘বম্বে টকিজ টু’ ও তেলেগু ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে মহেশ অভিনীত সর্বশেষ সিনেমা ‘স্পাইডার’। গত বছরের ২৭ সেপ্টেম্বর মুক্তি পায়।
এ সিনেমাটিও ব্যবসায়ীকভাবে সফল হয়েছে। এ ছাড়া নাম ঠিক না হওয়া আরো দুটি সিনেমার কাজ হাতে রয়েছে তার। ভক্তদের বিশ্বাস এবার এই বলিউড সুন্দরীর সাথে জুটি বেঁধে পর্দা কাঁপাবেন মহেশ বাবু।
এমটিনিউজ/এসএস