বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ১২:৪৩:০৪

‘কাকু, আপনার স্ত্রী যদি জানতে পারেন আপনি আমার...’

‘কাকু, আপনার স্ত্রী যদি জানতে পারেন আপনি আমার...’

বিনোদন ডেস্ক : সাধারণ একটি ছবি। তাতেও উড়ে এল অশালীন মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের এর শিকার হলেন কমেডিয়ান-অভিনেত্রী মল্লিকা দুয়া। তবে চুপ থাকেননি সাংবাদিক বিনোদ দুয়ার মেয়ে মল্লিকা। পাল্টা জবাবে মুখ বন্ধ করেছেন ট্রোল সদস্যদের!

ঘটনার সূত্রপাত, ইন্সটাগ্রামে মল্লিকার একটি ছবি ঘিরে। যার নীচে অশালীন মন্তব্য করেন এক ব্যক্তি। ‘আপনি ব্রা পরেন না কেন?’ এই ছিল ওই নেটিজেনের প্রশ্ন। মেয়ের বয়সী মল্লিকাকে এই প্রশ্ন করতে দ্বিধাও হয়নি ওই ব্যক্তির।

তবে আপত্তিকর কমেন্টে চুপ হয়ে যাননি মল্লিকা। বাবার বয়সী ব্যক্তিকে জবাবে বলেন, ‘কাকু, আপনার স্ত্রী যদি জানতে পারেন যে আপনি আমার বুকের দিকে তাকিয়ে থাকেন, কী হবে বলুন তো?’ প্রসঙ্গত, এর আগেও সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রোল -এর শিকার হয়েছেন মল্লিকা। এবং প্রতিবারই উপযুক্ত জবাব দিয়েছেন কমেডিয়ান-অভিনেত্রী।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে