বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ০১:৩৭:৪১

নিজের শখ মিটানোর জন্য ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবেন না : প্রিয়তী

নিজের শখ মিটানোর জন্য ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবেন না : প্রিয়তী

মাকসুদা আকতার প্রিয়তী : টাকা থাকলে যেকোনো লেভেলের মুভি বানানো হয়তো যায়, যেকোনো চেহারা বা বডি নিয়ে নিজ টাকায় নায়কও হওয়া যায়, কিন্তু সত্যিকারের অভিনেতা কি সত্যি হওয়া যায়?

আবার সেই টাকা দিয়ে আপনারই প্রতিবেশী দেশ থেকে নায়িকা বা অভিনেত্রীও আনতে পারেন, তাতে সন্দেহ নেই, কিন্তু টাকা দিয়ে প্রিয়তীকেও কিনে ফেলতে চাইবেন, এইটা একটু বেশী হয়ে গেলো না?

না না, আমি আমার দাম বাড়ানোর জন্য এই কথা বলছি না, আমি শুধু কিছু মানুষদের রিয়েলাইজ করাতে চাই, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, সব মানুষকে কেনা যায় না।

মনে রাখবেন, এখনও অনেক মানুষ আছে যারা শুধু টাকার পিছনে দৌড়ায় না। প্লিজ, নিজের শখ মিটানোর জন্য নিজ ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবেন না।

-বাংলাদেশি বংশোদ্ভূত মিজ আয়ারল্যান্ড ও মিজ আর্থ সুন্দরী প্রিয়তী ফেসবুক থেকে সংগৃহীত

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে