এবারের ইত্যাদিতে কি নিয়ে আসছেন হানিফ সংকেত?
বিনোদন ডেস্ক : বাংলা ভাষায় নির্মিত ও প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর মধ্যে ইত্যাদি এখনো সবার শীর্ষে। নন্দিত নির্মাতা হানিফ সংকেত ফের হাজির হচ্ছেন রকমারি আয়োজন নিয়ে।
বাংলাদেশের ইতিহাস-ঐতিয্য তুলে ধরা ও সুস্থধারার বিনোদন উপহার দেয়ার কাজটি ইত্যাদি করে যাচ্ছে ণিপুন ছন্দে। শীতের আগমনের প্রাক্কালে এবারের ইত্যাদির অনুষ্ঠান ধারন করা হয় নোয়াখালী এলাকায়।
নোয়াখালীর মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে এরই মধ্যে শেষ হয় মূল পর্বের চিত্রধারণ। আয়োজনটা হচ্ছে ঘটা করেই। নোয়াখালী থেকে উঠে আসা অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও তারিন হৃদয় কেড়ে নেবেন দর্শকদের!
থাকছে নোয়াখালীর গান। এই গানে কন্ঠ দিয়েছেন রবি চৌধুরী। নোয়াখালীর জনপ্রিয় কয়েকটি গানের নৃত্য পরিবেশন করা হবে এ অনুষ্ঠানে। সচেতনতার জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন।
দালালদের ফাঁদে পড়ে মানুষ কিভাবে সর্বস্ব হারায় থাকছে সে বিষয়ের উপর একটি অনুষন্ধানী প্রতিবেদন। বাংলাদেশ, তুরস্ক ও গ্রিসের সীমান্ত এলাকায় ধারন করা হয় এই দৃশ্য।
অনুষ্ঠানে থাকছে দর্শকদের জন্যও বিশেষ পর্ব। আসছে ২৭ নভেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর দুটি চ্যানেলে প্রচারিত হবে এই অনুষ্ঠান।
২২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর