শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮, ০৪:৪৩:১৪

দেওয়ালের কাছে কে দাঁড়িয়ে? দেখলে গা ছমছম করে উঠবেন!

দেওয়ালের কাছে কে দাঁড়িয়ে? দেখলে গা ছমছম করে উঠবেন!

বিনোদন ডেস্ক : হরর মুভি দেখে চমকে ওঠা আর ভূতকে একেবারে সামনা-সামনি দেখার মধ্যে অনেক তফাত্‍ আছে। দুর্বল হৃদয়ের লোকজনের পক্ষে ব্যাপারটা বেশ কঠিন। তবে, সেরকম পরিস্থিতিরই সম্মুখীন হয়েছেন ব্রিটিশ মডেল কেটি প্রাইস।

সম্প্রতি ওই মডেল তথা টিভি অ্যাংকর এরকমই কিছু ছবি পোস্ট করে সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা সবাইকে জানিয়েছেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেসব ছবি পোস্ট করেছেন তিনি। আপনি ভূতে বিশ্বাস করেন কিনা, সেটা পরের ব্যাপার। কিন্তু দেওয়ালের কাছে কে দাঁড়িয়ে? ছবিগুলো দেখলে একটু গা ছমছম করে উঠবেন।

মোবাইলের ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে, ছায়ার মত এক শিশু দাঁড়িয়ে আছে দেওয়াল ঘেঁষে। আর সেই ছবি দেখে রীতিমত গা ছমছম করে উঠবে। ওই ছবি তোলার সময় তাঁর বাড়িতে ঘোস্ট হান্টার লি রবার্টস উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন মডেল।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে