বিনোদন ডেস্ক : রিজেন্ট পার্কের অশোকনগরে টলিউড অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। কে এই অভিনেত্রী? আত্মহত্যা নাকি অন্য কিছু? কী বলছে পুলিস? তেইশ বছরের ওই অভিনেত্রীর নাম মৌমিতা সাহা। ব্যান্ডেলের বাসিন্দা মৌমিতা সিরিয়ালে অভিনয় করতেন।
কর্মসূত্রে অশোকনগরে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন তিনি। শুক্রবার রাতে সিলিং ফ্যান থেকে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় মৌমিতার দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটের কোলাপসিবল গেট তালাবন্ধ ছিল।
কিন্তু ভিতরের দরজা ভেজানো অবস্থায় ছিল। যদিও পুলিস সূত্রে দাবি, কোলাপসিবল গেট ও দরজা দুটোই ভিতর থেকে বন্ধ ছিল। অভিনেত্রীর মোবাইলের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, অবসাদে আত্মঘাতী হয়েছেন মৌমিতা। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।-জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে/ এস