বাংলাদেশ সম্পর্কে যা বললেন হৃত্বিক রোশন
বিনোদন ডেস্ক : বিপিএল’র উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা মাতিয়ে গেলেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশন। গেলো ক’দিন ধরে হৃত্বিকের আগমনের কারণে ‘টক অব দ্য টাউন’ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উদ্বোধনী আসর।
২০ নভেম্বর হয়ে যাওয়া বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশী দর্শকদের মাৎ করে এরইমধ্যে তিনি উড়ে গিয়েছেন নিজ দেশে। যাওয়ার পর টুইটে বাংলাদেশি ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষখ্যাত এই অভিনেতা।
টুইটে হৃত্বিক বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমরা সবাই মিলে একটা অসাধারণ রাত উপহার দিতে পারলাম, আর এটাই হচ্ছে ভালোবাসার ক্ষমতা। আমরা যেখানেই যাই যেন সেই ভালোবাসাটা ছড়িয়ে দিতে পারি। বাংলাদেশের জন্য ভালোবাসা!’
২০ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
সাদিয়া ইসলাম মৌয়ের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে পর্দা উঠেছে এ অনুষ্ঠানের। এরপর একে একে বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বাংলাদেশী শিল্পীদের পরই আলো ঝলমলে মঞ্চে উপস্থিত হন ভারতীয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ (কে কে)। এরপরই আসল চমক মঞ্চে উঠেআসেন বলিউড সুন্দরী ও মিস লংকান জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এরপরেই মঞ্চে আসেন সুপারহিরো হৃত্বিক রোশান।
২২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�