বিনোদন ডেস্ক: এ কথা সকলেই জানে প্রেমের নেই কোন বয়স, উচু-নিচু, সাদা-কালো, ধনি-দরিদ্র। কিন্তু সেকাথাই এবার বাস্তবে প্রমান করলেন জিমি-অ্যামি। পাত্র জিমির বয়স চুরাশি বছর। তার বাড়ি মার্কিন মুলুকে। আর পাত্রী অ্যামি বয়স পঁচিশ বছর। তার বাড়ি চেক প্রজাতন্ত্রে। ফেসবুকের মাধ্যমেই জমে উঠেছে তাদের দুজনের প্রেম। এবার চলছে বিয়ের তোড়জোড়।
হলিউডের জনপ্রিয় সিনেমা Chuckle Brothers। ছবির কমেডিয়ান চরিত্রের অভিনেতা জিমি প্যাটন। হলিউডে রীতিমতো পরিচিত নাম। প্যাটনের 'বড়' ফ্যান অ্যামি ফিলিপ্স। ১৮ মাস আগে ফেসবুকে জিমির সঙ্গে আলাপ অ্যামির। আলাপ থেকে প্রেম। এবার সেই প্রেম গড়ালো বিয়েতে।
ভালবাসায় বয়স কখনও বাধা হতে পারে না। ফের সেকথাই প্রমাণ করতে চলেছেন অ্যামি আর জিমি। ৫ বছর আগে স্ত্রী ভেলোরিকে হারিয়েছেন জিমি। শোকে বিমর্ষ হয়ে পড়েছিলেন ৮৪ বছরের এই তারকা। তার জীবনে যে আবার প্রেমের আবির্ভাব হবে, কল্পনাও করতে পারেননি জিমি। অ্যামিকে পেয়ে তাই বেজায় খুশি অভিনেতা জিমি প্যাটন।
ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জিমি। তাতে কমেন্ট করেন অ্যামি ফিলিপ্স। এটাই ছিল শুরু। পরে বিয়ের প্রস্তাব আসে অ্যামির কাছ থেকেই। অ্যামির বাবা জনের বয়স ৬৮। অ্যামিকে যে তিনি বিয়ে করতে যান, সেকথা জনকে জানিয়েছিলেন জিমিই। বাদ সাধেননি জন। ফলে বেগ পেতে হয়নি প্রেমিক যুগলকে। এরপর দুজনের ফেসবুক অ্যাকাউন্ট জুড়ে শুধুই রোমান্টিক ছবি। বিয়েতে মত দিয়েছেন অ্যামির আত্মীয়রাও। এমনকি রাজি জিমির মেয়েও। তবে কবে পাকাপাকি ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অ্যামি আর জিমি সেই দিনটি এখনও ঠিক করে উঠতে পারেননি তারা।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/