প্রিয়াংকার গলায় কথা বলবে রোবট
বিনেদান ডেস্ক : নিজের হলিউড যাত্রাটা বোধহয় পাকা পোক্ত করে ফেলতে চাইছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। মাত্র কিছুদিন আগেই কাজ করে এলেন হলিউডের টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে।
তবে এবার সরাসরি কোনো ছবি কিংবা সিরিয়ালে নয়, কাজ করলেন মার্কিন বন্যপ্রানী অধিকার সংরক্ষণে নিয়োজিত একটি সংগঠনের সাথে।
সম্প্রতি আমেরিকা, ইউরোপ ও ভারতের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বন্যপ্রানী সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্যে একটি অভিনব উদ্যোগ হাতে নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ‘পেটা’। তারা একটি রোবটিক হাতি বানিয়েছেন যা কিনা স্কুলগুলোতে গিয়ে ছাত্র-ছাত্রীদের নিজের গল্প শোনাবে। আর সেই হাতিটির হয়ে কণ্ঠ দিয়েছেন বলিউডের গ্ল্যামার প্রিয়াঙ্কা চোপড়া।
এ ব্যাপারে প্রিয়াংকা বলেন, ‘এমন একটি উদ্যোগে পেটার সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আর অভিজ্ঞতার দিক থেকে এটি আমার কাছে একদমই নতুন ছিলো।’
ক্যারিয়ারের সু-সময়ের চূড়ায় আছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াংকা। বলিউডে একের পর এক হিট ছবি উপহার আর বিদেশি গায়ক পিটবুলের সাথে গান গেয়ে ও হলিউডি সিরিয়ালে কাজ করে নজর কাড়ছেন ভিনদেশিদেরও।
২৩, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ