বুধবার, ২১ মার্চ, ২০১৮, ০২:১১:৫৮

যে কারণে শাহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দেন মীরা

যে কারণে শাহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দেন মীরা

বিনোদন ডেস্ক :  শাহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মীরা রাজপুত। অবাক লাগছে শুনতে? ভাবছেন, শাহিদ-মীরাকে বলিউডের অন্যতম ‘লাভিং কাপল’ বলা হয়। তাঁদের অফস্ক্রিন রসায়নের কথা প্রায় সবারই জানা। তাহলে কেন শাহিদকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মীরা?

যে কারণে শাহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দেন মীরা ;- ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। জানা যাচ্ছে, ‘পদ্মাবত’-এর শুটিংয়ের সময় কাজ শেষ করে শাশা বাড়ি ফিরতেন সকাল ৮টায়।

দুপুর প্রায় দুটো পর্যন্ত ঘুমোতেন শাহিদ। শুটিংয়ের কঠিন সিডিউল ছিল সেই সময়। ফলে, সকাল ৮টা থেকে দুপুর দুটো পর্যন্ত যাতে শাহিদ ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করতেন মীরা। কিন্তু, শাহিদ কন্যা মিশা

ওই সময় খেলতে শুরু করত। শাহিদের ঘরে গিয়েই চলত তার খেলা। মীরা অনেক চেষ্টা করেও মেয়েকে নিরস্ত করতে পারেননি। ফলে, শাহিদের ঘুমের ব্যাঘাত হত।

শাহিদের যাতে কাজের ক্ষতি না হয়, সেই কারণেই তাঁকে বাড়ি থেকে বের করে দেন মীরা। অর্থাৎ, শাহিদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই গোরেগাঁওয়ের একটি পাঁচতারা হোটেলে ওই সময় শাহিদের থাকার ব্যবস্থা করে দেন মীরা রাজপুত।

যদিও, ‘পদ্মাবত’-এর শুটিং চলাকালীন শোনা যায়, শুটিং সেটের কাছাকাছি থাকার জন্যই জুহুর বাড়ি থেকে গোরেগাঁও-এর পাঁচতারা হোটেলে থাকতে শুরু করেন শাহিদ কাপুর। অর্থাত, স্ত্রী মীরার নির্দেশেই বাড়ি থেকে পাঁচতারা হোটেলে থাকতে শুরু করেন শাহিদ কাপুর। -জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে