বুধবার, ২১ মার্চ, ২০১৮, ০২:২৬:৫২

জানেন, ১৯৬৮ সালের এই ছবি দেখে অমিতাভ বচ্চনকে প্রত্যাখান করেছিল বলিউড!

 জানেন, ১৯৬৮ সালের এই ছবি দেখে অমিতাভ বচ্চনকে প্রত্যাখান করেছিল বলিউড!

বিনোদন ডেস্ক : বলিউডের সুদর্শন নায়ক বলতে ঠিক ষাট-সত্তরের দশকে যেটা বোঝাতো, সেটা মোটেই অমিতাভ বচ্চন ছিলেন না। সেই সময় ইন্ডাস্ট্রিতে টল, ডার্ক হ্যান্ডসমের চেয়ে শশী কপূর, রাজেশ খন্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্রর মতো চেহারার নায়কদেরই দাপট ছিল। সেই ১৯৬৮ সালে নিজের প্রথম সিনেমার জন্যে একটি ছবি অমিতাভ দিয়েছিলেন।

সম্প্রতি বিগ বি সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ারও করেন। তারসঙ্গেই তিনি লেখেন, এই ছবি দেখার সঙ্গে সঙ্গে বলিউড তাঁকে প্রত্যাখানও করেন। তারপরের ইতিহাস অবশ্য সকলেরই জানা। বলিউডে অমিতাভের প্রায় ৫০ বছর কাটতে চলল। পরিবর্তনশীল সময়ের সঙ্গে নিজেকেও প্রচুর ভেঙে গড়ে নিয়েছেন সিনিয়র বচ্চন।

এই ছবিতে সুদর্শন পুরুষ বলতে যা বোঝায়, সেটা ঠিক ছিলেন না অমিতাভ। তবে খুব খারাপও লাগছিল না তাঁকে। সেদিন লম্বা হওয়ার জন্যে কাজ না পেলেও, আজ টিনসেল টাউনে বহু লম্বা অভিনেত্রীও কাজ করছেন, যেমন দীপিকা পাড়ুকোন-ক্যাটরিনা কাইফ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে