বুধবার, ২১ মার্চ, ২০১৮, ০৪:৪৫:১৮

প্রেমিকার মৃত্যুর শোক ভুলে ছেলেকে বিয়ে করাচ্ছেন মিঠুন

প্রেমিকার মৃত্যুর শোক ভুলে ছেলেকে বিয়ে করাচ্ছেন মিঠুন

বিনোদন ডেস্ক: কলকাতা ও বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন। তার খোঁজও মেলে না সহজে। এক সময়ের প্রেমিকা শ্রীদেবীর মৃত্যুর পরও পাওয়া যায়নি মিঠুনের কোনো বক্তব্য। তবে আলোচনায় আসেন নানা কারণেই। এবার শোনা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতার ছেলে মহাক্ষয় চক্রবর্তী বিয়ে করতে যাচ্ছেন। এমন খবরই সম্প্রতি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

সেখানে বলা হয়েছে, ভারতের ধনাড্য এক ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করছেন মহাক্ষয়। হবু বর-কনের জন্য একটি শান্তি পূজার আয়োজন করা হয়েছিলো কিছুদিন আগে। সেখানেই তাদের আংটি বদল হয়েছে মিঠুন পুত্রের। অনুষ্ঠানে মহাক্ষয়ের দাদা-দাদীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি।

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী-যোগীতা দম্পতির ছেলে মহাক্ষয় চক্রবর্তী। ২০০৮ সালে ‘জিমি’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে