বুধবার, ২১ মার্চ, ২০১৮, ০৫:২৬:১৯

জানেন, শহিদের জীবনে কতজন প্রেমিকা ছিল?

জানেন, শহিদের জীবনে কতজন প্রেমিকা ছিল?

বিনোদন ডেস্ক: শহিদ কাপুর হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি শুধু পর্দায় প্রেমিকের চরিত্রে অভিনয় করেন নি। পর্দার বাইরেও তিনি খুল্লামখুল্লা প্রেম করেছেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
শহিদ-কারিনার প্রেম বলিউডের অন্যতম চর্চিত গল্প। কারিনা তাকে প্রতারণা করেছেন বলেও

অভিযোগ করেন শহিদ কাপুর।

ক্যারিয়ারের শুরুতে একটি মিউজিক অ্যালবামের সময় হৃষিতা ভাটয়ের সঙ্গে সম্পর্কে জড়ান শহিদ কাপুর।

‘বিবাহ’-এর শুটিংয়ের সময় অমৃতা রাওয়ের সঙ্গে শহিদ কাপুরের সম্পর্ক তৈরি হয়।
কোনও এক সময় বাঙালি সুন্দরী বিপাশা বসুর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন শহিদ কাপুর।

নার্গিস ফকরির সঙ্গেও সম্পর্কে জড়ান শহিদ, তারা ‘লিভ ইন’-ও করতেন এমনটাও শোনা যায়।

কখনও ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে, কখনও মুম্বাইতে গাড়ির মধ্যে শহিদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।

বিদ্যার সঙ্গেও সম্পর্কে জড়ান শহিদ কাপুর, কখনও বিষয়টি অস্বীকার করেন নি শহিদ।

আনুশকা শর্মার সঙ্গেও ডেটিং করেছেন শহিদ কাপুর, শোনা যায় এমন গুঞ্জনও।

‘আর রাজকুমার’-এর শুটিংয়ের সময় সোনাক্ষী সিনহার সঙ্গে সম্পর্কে জড়ান শহিদ কাপুর।

জ্যাকুলিনের সঙ্গেও ডেট করেছেন শহিদ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে