বুধবার, ২১ মার্চ, ২০১৮, ০৯:৫৪:২২

সাবধান, মিসমির এই ছবি দেখলে কিন্তু হৃদয়ে ঝড় উঠবেই!

সাবধান, মিসমির এই ছবি দেখলে কিন্তু হৃদয়ে ঝড় উঠবেই!

বিনোদন ডেস্ক : রাজযোটক ধারাবাহিকে বনির কথা মনে আছে? যারা এই ডেইলি সোপ নিয়মিত দেখতেন তাদের কিন্তু মনে থাকারই কথা৷ বাবলি, দুষ্টু-মিষ্টি বনি-শেখরের প্রেম-দাম্পত্য, আর নানা ঝাড়-ঝাপ্টায় সন্ধ্যেবেলাটা কিন্তু মন্দ ছিল না৷

তবে সবকিছুরই তো একটা শেষ থাকে৷ তাই নিয়ম মতোই বিদায় নিলেন বনি ওরফে সকলের প্রিয় মিসমি দাস৷ আর তারপর? তারপর আর কি… ভক্তদের টানে ফের ফিরে আসতেই হল অন্য এক ধারাবাহিকে৷ প্রেমের ফাঁদে তার পরবর্তী ধারাবাহিক৷

সেখানেই সুপারহিট মিসমি৷ তারই কিছু দুর্ধর্ষ ছবি আপনাদের জন্য৷ সাবধান, মিসমির এই ছবি দেখলে কিন্তু হৃদয়ে ঝড় উঠবেই!  সহজ-স্বাভাবিক অভিনয় আর প্রতিভা, সঙ্গে অবশ্যই পরিশ্রমের এসব কিছুর মিশেলেই ফের গাছকৌট ধারাবাহিকে মিসমি দাস হাজির হলেন দর্শকদের সামনে৷

পাক্কা গিন্নি থেকে স্কুলছাত্রী সব চরিত্রেই কিন্তু নিজেকে বারবার ভেঙেছেন, বারবার গড়েছেন তিনি৷ মডেলিং-এর হাত ধরেই কাজের শুরু৷ এর পাশাপাশিই একের পর এক প্রোজেক্ট হাতে আসে তার৷

এক সাক্ষাৎকারেই মিসমি জানিয়েছিলেন, তিনি হতে চান চার্টার্ড অ্যাকউন্টেন্ট৷ তবে জীবন যেভাবে তাঁকে এগিয়ে নিয়ে যাবে সেভাবেই তাকে গ্রহণ করবেন তিনি৷

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে