বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮, ০৬:১৫:২৬

এই শিশুটি এখন পরিচিত অভিনেতা, কে বলুন তো?

এই শিশুটি এখন পরিচিত অভিনেতা, কে বলুন তো?

বিনোদন ডেস্ক : মাথায় ঝুঁটি। চোখ সোজা ক্যামেরায়। কিন্তু মুখে হাসি নেই। ছবির রঙ বুঝিয়ে দিচ্ছে তা বেশ পুরনো। কিন্তু ছবির খুদেকে কি চিনতে পারছেন? আপনার জন্য প্রথম ক্লু, ইনি এখন পেশায় অভিনেতা।

টেলিভিশন এবং ফিল্ম— দুই মাধ্যমেই কাজ করছেন। দ্বিতীয় ক্লু, এই অভিনেতার পরিবার টলিউডে প্রথম সারির। দীর্ঘ অভিনয়ের ইতিহাস রয়েছে তাদের। তৃতীয় ক্লু, এই অভিনেতা সম্পর্কে বাংলা ছবির মহানায়ক অর্থাৎ উত্তমকুমারের নাতি। এ বার নিশ্চয়ই বুঝতে পারছেন, ছবিটি কার?

এই ছবিতি অভিনেতা গৌরব চ্যাটার্জীর। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এ নিয়ে জানতে চাইলে গৌরব হাসতে হাসতে বললেন, ‘ছবিটা বাবার তোলা। তখন কত বয়স মনে নেই। কিন্টারগার্ডেনে পড়তাম বোধহয়।’

পাশাপাশি এখনকারও একটি ঝুঁটি বাঁধা ছবি শেয়ার করেছেন গৌরব। আপাতত যা ওয়েব অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে।  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে