বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮, ০৯:২৫:১৯

ভার্জিন, মদ-মাংস ছুঁই না, বিয়ে করবে আমাকে?

 ভার্জিন, মদ-মাংস ছুঁই না, বিয়ে করবে আমাকে?

বিনোদন ডেস্ক : এক ভক্ত ইন্সটাগ্রামে সুন্দরী, বুদ্ধিমতী অভিনেত্রী তাপসী পান্নুকে প্রপোজ করেছিলেন তাঁর এক ফ্যান। বিভিন্ন ভাবে প্রপোজ, বড় ব্যবসায়ী, দামি উপহার, সবকিছুকে এড়িয়ে সেই ভক্তের সাদামাটা প্রস্তাব মন জয় করেছে তাপসীর, সঙ্গে ভেঙেছে বহু হৃদয়। সেই ব্যক্তি এমন প্রস্তাব দেওয়ার জন্যে গ্রেফতার হওয়া বা পুলিশি হুমকিতো পাননি। বরং হাতে পেয়েছেন তাপসীর ইমেল আইডি, সঙ্গে অভিনেত্রীর একেবারে হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দিয়েছেন।

সেই ভক্তের ম্যাসেজটি তাপসী টুইটারে শেয়ারও করেছেন। তাঁর কথায়, তুমি কি আমায় বিয়ে করে সারা জীবন আমার সঙ্গে থাকতে প্রস্তুত?  আমি একজন ভার্জিন, নিরামিশাষী, মদ্যপান করার অভ্যেস নেই এমন তরুণ। আমি ব্রেইন ম্যাপিং টেস্ট, লাই-ডিটেক্টর টেস্ট এবং ন্যার্কো পরীক্ষা দিতে প্রস্তুত। ব্যস, এই সাদামাটা কথাতে একেবারেই ঘায়েল তাপসী।

আজকের তরুণ প্রজন্ম যখন চিকেন উইংস এবং বিয়ারে মজে রয়েছে, তখন সমস্ত রকমের নেশা থেকে নিজেকে সরিয়ে রেখেই মাত করেছেন। -এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে