সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০১:৩৬:১৮

পুরস্কৃত ‘নির্বাসিত’

পুরস্কৃত ‘নির্বাসিত’

বিনোদন ডেস্ক : তসলিমা নাসরিরেন উপর নির্মিত চূর্ণী গঙ্গোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ‘নির্বাসিত’ ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিটেও প্রশংসিত হয়েছে। আলোচিত এই ছবিটি মুক্তির আগে থেকেই সংবাদ শিরোনামে ছিলো। থেমে থেমে চলছিলো ব্যাপক সমালোচনা। তবে সব সমালোচনাকে পিছনে ফেলে সদ্যসমাপ্ত ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পায় এটি। দেশের একমাত্র মহিলা পরিচালকের ছবি হিসাবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এন্ট্রি ছিল ‘নির্বাসিত’র। তসলিমা নাসরিন ও তার সাদা বেড়াল মিনুকে নিয়ে তৈরি ছবির আড়ালে লেখকের ‘নির্বাসিত’ জীবনকেই তুলে ধরেছেন চূর্ণী। এক সময় সেরা বিদেশি ছবি হিসাবে অস্কারের দৌড়েও ছিল এই ছবিটি। যদিও শেষ পর্যন্ত তা মরাঠি ছবি ‘কোর্ট’-এর কাছে পিছিয়ে পড়ে। জেতার খবরে উচ্ছ্বসিত চূর্ণী অবশ্য জানতেনই না ‘নির্বাসিত’ কোচির চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। এমনকী সেখানে ছবির স্ক্রিনিং-ও মিস করেন তিনি। শনিবার একটা অচেনা নম্বর থেকে ফোন এলে চূর্ণী জানতে পারেন, কোচি উৎসবে ইন্ডিউড প্যানোরামা সেকশনে সেরার সম্মান পেয়েছে ‘নির্বাসিত’। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে