শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ০৮:৫৪:৩৭

‘অপু নয়, মিস অপু বলুন’

‘অপু নয়, মিস অপু বলুন’

বিনোদন ডেস্ক : রোববার ১৮ মার্চ কলকাতায় ‘ভাইজান এলো রে’ সিনেমার ফটোশুট করছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে ছিলেন শ্রাবন্তী ও পায়েল সরকার। সেখানেই হাজির হয় শাকিবপুত্র আব্রাম খান জয়। শাকিব-শ্রাবন্তী ও জয়ের একটি স্থিরচিত্র দেখা গেল এস কে মুভিজের ফেসবুক পেজে।

আব্রামকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি। অনেকদিন পর আব্রামকে কাছে পেয়েছি। আমরা সুন্দর সময় কাটিয়েছি। বেশ ফুরফুরে লাগছে।’

জানা গেছে, এক মাত্র ছেলে আব্রামের সাথে দেখা করা শাকিবের জন্য এতটা সহজ ছিলো না। অপু কলকাতা এসেছে শুনে শাকিব অপুকে অপরিচিত নাম্বার থেকে মুঠোফোনে কল দেন। অপু ফোন রিসিভ করে কে জানতে চাইলে শাকিব নিজের পরিচয় দেন। শাকিব তার কাছে জয়কে দেখার জন্য অনুনয়-বিনয় করতে থাকেন।

তখন অপু রেগে গিয়ে বলেন, আমাকে অপু বলে নয়, মিস অপু বলুন। আর ‘তুমি’ নয়, ‘আপনি’ বলে সম্বোধন করুন। এরপরও নাকি শাকিব তাকে ‘তুমি’ সম্বোধন করে বাচ্চাটি দেখানোর জন্য অপুর কাছে অনুনয়-বিনয় করতেই থাকেন। এরপরই হয়ত নিজের রাগকে উপেক্ষা করে শাকিবের ‘ভাইজান এলো রে’ সিনেমার ফটোশুট সন্তান জয়কে নিয়ে অপু হাজির হন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে