শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ০১:৩৬:৫৯

তাপসীর ই-মেইলে ‘সর্বকালের সেরা’ বিয়ের প্রস্তাব!

তাপসীর ই-মেইলে ‘সর্বকালের সেরা’ বিয়ের প্রস্তাব!

বিনোদন ডেস্ক: দক্ষিণী ছবির গণ্ডি পেরিয়ে বলিউডে পা রেখে অল্প সময়ে নিজেকে প্রমাণ করেছেন তাপসী পান্নু। তার অভিনীত ‘বেবি’, ‘জড়ুয়া টু’, ‘পিঙ্ক’, ‘নাম শাবানা’ ছবিগুলো দর্শকদের মন কেড়েছে।

অভিনয়ের বাইরে তাপসী যে দারুণ মজার মানুষ তা রসালো কথাবার্তায় বেশ ভালোই বুঝিয়েছেন। ই-মেইলে এক ছেলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ায় ৩০ বছর বয়সী এই তারকার সেই গুণ বেরিয়ে এলো আরেকবার।
ওই ই-মেইলে লেখা ছিল, ‘হ্যালো তাপসী পান্নু, আমি তোমাকে ভালোবাসি। আমাকে চিরকালের জন্য বিয়ে করবে? আমি ভার্জিন, মদ্যপানের অভ্যাস নেই, নিরামিষভোজি ছেলে। মিথ্যা আবিষ্কারক টেস্ট, মাদক টেস্ট ও মস্তিষ্ক ম্যাপিং টেস্টের জন্য সবসময় প্রস্তুত থাকবো।’

প্রস্তাবটি দারুণ মজার লেগেছে তাপসীর কাছে। তাই টুইটারে ভক্তদের সঙ্গে নিজের এই উচ্ছ্বাস প্রকাশে তার যেন তর সইছিল না! টুইটে তিনি লিখেছেন, ‘ব্যস, জীবনে আর কী চাই!’ একইসঙ্গে ‘বেস্ট প্রপোজাল এভার’ হ্যাশট্যাগ ও ‘ভেজেটারিয়ান লাভ’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।

এদিকে গত ৯ মার্চ মুক্তি পেয়েছে তাপসীর ‘দিল জংলী’। আহামরি ব্যবসা করতে না পারলেও তার অভিনয় ঠিকই প্রশংসা কুড়িয়েছে।

তাপসী এখন অনুরাগ কাশ্যাপের পরিচালনায় ‘মানমারজিয়া’ নামের একটি ছবির শুটিং করছেন। এতে তার সহশিল্পী অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। তাপসীর হাতে আরও আছে ‘সুরমা’, ‘মূলক’ ও ‘তাড়কা’ ছবিগুলো।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে