শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ০৩:৩৮:০২

জিতের বিপরীতে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিম?

জিতের বিপরীতে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিম?

বিনোদন ডেস্ক: যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে কলকাতার তারকা অভিনেতা জিৎ-এর ‘সুলতান দ্য সেভিয়ার’। সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ছবিতে জিতের বিপরীতে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিম?

‘সুলতান দ্য সেভিয়ার’ সিনেমার সাথে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, সিনেমায় বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে আইনজীবী চরিত্রে দেখা যাবে। সেখানে মিম একজন প্রতিবাদী নারী আইনজীবী। এমন নারী আইনজীবী চরিত্রে প্রথমবার দেখা যাবে বাংলাদেশি এই অভিনেত্রীকে।

সূত্রের আরো খবর, সুলতানে জিৎকে নতুনভাবে দেখা যাবে। যেভাবে আগে কখনো দেখা যায়নি! এই সিনেমায় নায়ককে তিনটি চরিত্রে দেখা যাবে। যার একটি ট্যাক্সি ড্রাইভার। সিনেমার অপর অভিনেত্রী প্রিয়াঙ্কাকে সহজ-সরল, হইচই পছন্দ করা একজন মেয়ের চরিত্রে দেখা যাবে। যে নিজের চেয়েও চারপাশের ব্যাপার নিয়ে বেশি চিন্তা করে এবং তাতে জড়িয়ে পড়ে।

সব মিলিয়ে জিৎ-এর সুলতান হতে যাচ্ছে পুরোপুরি বিনোদন নির্ভর একটি কমার্শিয়াল সিনেমা। সিনেমায় যেমন অ্যাকশন আছে, তেমন ইমোশনও আছে। তবে সিনেমাটি বয়স্ক মানুষদের বেশি ভাল লাগবে বলে মনে করেছেন সিনেমার সাথে যুক্ত অনেকেই।

‘সুলতান দ্য সেভিয়ার’ বাংলাদেশের ভক্তদের কথা মাথায় রেখে ঈদে মুক্তির লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে