বিনোদন ডেস্ক: দীপিকার সাথে রণবীর সিংয়ের প্রেমের সম্পর্কের কথা সিনেমা পাড়ার সবাই কম বেশী অবগত। এরমধ্যে দীপিকার বাবা-মা মুম্বাই গিয়ে রণবীরের পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন। এ বছরের ৫ জানুয়ারি দীপিকার জন্মদিনেই দীপিকা-রণবীরের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। অবশ্য তারা বিয়ে নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি দুজনের কেউই।
সম্প্রতি দীপিকার ‘পদ্মাবত’ ছবিটি বাণিজ্যিক সাফল্য পেয়েছে। এরই মধ্যে বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি। সমালোচকদেরও বেশ প্রশংসা পেয়েছেন দীপিকা পাড়ুকোন। এবার বিশাল ভরদ্বাজের পরের ছবিতে দীপিকা পাড়ুকোন দেখা যাবে ইরফান খানের বিপরীতে। কিন্তু ইরফান অসুস্থতার কারণে বিদেশে চিকিত্সাধীন আছেন। তাই আপাতত কয়েক মাস লাগবে শুটিং শুরু হতে।
আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে দীপিকা। হাতে যেহেতু বেশ কিছুটা ফাঁকা সময় রয়েছে দীপিকার তাই এই সময়টাতে বিয়ের শপিং করে রাখতে চান!তাই দীপিকা এখন বিয়ের শপিংয়ে বেস্ত। এমনি একটি খবর প্রকাশ করেছে শনিবার ভারতের অন্যতম শীর্ষ কাগজ আনন্দবাজার পত্রিকা।প্রকাশিত খবরে তারা বলেছে, সত্যি নাকি? না! দীপিকা এখনও পর্যন্ত বিয়ে বা বিয়ের শপিং, কোনওটা নিয়েই মুখ খোলেন নি। তবে বলিউড মহলের বেশ কিছু সূত্রের দাবি, এখন বেশ কিছুদিন টানা বেঙ্গালুরুতে থাকছেন দীপিকা। উদ্দেশ্য, বিয়ের শপিং।
মায়ের সঙ্গে বেঙ্গালুরুর কয়েকটি বিশেষ গয়নার দোকানে দেখা গেছে দীপিকাকে। মনে করা হচ্ছে, বিয়ের জন্যই গয়না পছন্দ করতে গেছেন নায়িকা।
ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করেন, আনুশকা শর্মা-বিরাট কোহলির মতো গোপনে বিয়ে করবেন এই জুটি। আর তা চলতি বছরেই। আদৌ তা হয় কিনা, এখন সেটাই দেখার বিষয়।
এমটিনিউজ২৪.কম/এম/আই