রবিবার, ২৫ মার্চ, ২০১৮, ০১:১০:৪৮

হঠাৎ স্কটল্যান্ডে কেন শাকিব খান?

হঠাৎ স্কটল্যান্ডে কেন শাকিব খান?

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন খুব বেশি ছবিতে কাজ করছেন না। বলতে গেলে কাজ অনেক কমিয়ে দিয়েছেন তিনি। নতুন এই বছরে হাতে গোনা ভালো প্রজেক্ট ছাড়া কাজ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন এই তারকা।

গত ২১শে মার্চ থেকে তিনি ঢাকায় ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর কাজ শুরু করেছেন। এ ছবিতে শবনম বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, শিবাসানু, ডিজে সোহেলসহ আরো অনেকে অভিনয় করছেন। বর্তমানে বিএফডিসিতে এ ছবির শুটিং চলছে। শুটিং চলাকালীন কথা হয় শাকিবের সঙ্গে।

সেসময় তিনি বলেন, টানা কয়েকদিন এ ছবির কাজ ঢাকায় করব। ‘ক্যাপ্টেন খান’ ছবির কাহিনীতে নানান টুইস্ট রয়েছে। আমার বিশ্বাস দর্শক ছবিটি পছন্দ করবেন। আর জয়দ্বীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ ছবির কাজে এ মাসের শেষদিকে স্কটল্যান্ড যাব। সেখানে এ ছবির গানের দৃশ্যধারণ হবে। এ ছবির কাজও বেশ ভালো হচ্ছে।

‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় মুখ শ্রাবন্তী। গত মাসে কলকাতায় এ ছবির কাজ শুরু হয়। শাকিব খান এরইমধ্যে উত্তম আকাশের ‘ চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে শবনম বুবলী অভিনয় করেছেন।

এছাড়া আশিকুর রহমানের ‘সুপারহিরো’, জয়দ্বীপ মুখার্জির ‘চালবাজ’, রাজীব বিশ্বাসের ‘মাস্ক’, রাশেদ রাহার ‘নোলক’ নামের ছবিগুলোতেও কাজ করছেন তিনি। সবশেষ চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। উত্তম আকাশের পরিচালনায় এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে