বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের সুবাধে নিজের জন্য দেহরক্ষী পেলেন ক্রিকেটার মোহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহান।
মমতার সঙ্গে দেখা করার ২৪ ঘণ্টা পার না হতেই হাসিনের জন্য সার্বক্ষণিক একজন নিরাপত্তারক্ষী নিয়োগের নির্দেশ দেয়া হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে।
সামির সঙ্গে তার স্ত্রী হাসিন জাহানের বেশ কিছু দিন ধরেই পারিবারিক অশান্তি চলছে। থানা, পুলিশ, আদালত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন হাসিন।
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সামিপত্নী। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা দাবি করেন তিনি। শনিবার থেকেই হাসিনের নিরাপত্তায় সার্বক্ষণিক একজন রক্ষী নিয়োগ করা হয়েছে।
এদিকে উত্তরপ্রদেশ থেকে তদন্ত করে কলকাতা ফিরেছে লালবাজারের একটি বিশেষ দল।
জানা গেছে, বিশেষ দলের সদস্যদের উত্তরপ্রদেশে সামির সঙ্গে দেখা না হলেও তার পরিবারের ১০ জনের জবানবন্দি রেকর্ড করেছেন তারা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস