রবিবার, ২৫ মার্চ, ২০১৮, ০৭:৩৯:১২

জন্মদিনে কোটি ভক্তদের ‘চমক’ দেবেন শাকিব খান, কী সেই চমক?

জন্মদিনে কোটি ভক্তদের ‘চমক’ দেবেন শাকিব খান, কী সেই চমক?

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন ঘনিয়ে এসেছে। আগামী ২৮ মার্চ এই নায়ক তার জীবনের নতুন বছরে পা রাখবেন। প্রতিবছর এই দিনটিতে তিনি সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হন।

ক্যারিয়ারে একাদশে বৃহস্পতি তুঙ্গে থাকার অবস্থায় এবারের জন্মদিনে শাকিব ঠিক করেছেন, তার কোটি ভক্তদের চমক দেবেন! তেমনটাই বোঝা গেল শাকিবের সঙ্গে আলাপে।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক বললেন, কোটি মানুষের ভালোবাসায় আজ আমি শাকিব খান। ভক্তরা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে।

শাকিব বলেন, এবারের জন্মদিনে আমি তাদেরকে একটা চমক দিতে চাই। আমার দর্শক, বাংলা সিনেমার দর্শকের জন্য খবরটি অবশ্যই সুখকর। এর বেশি এখন কিছুই জানাতে চাইনা, তাহলে চমকটা নষ্ট হয়ে যাবে।

গেল ২১ শে মার্চ থেকে শাকিব খান ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন ঢাকাতেই। চলতি সপ্তাহ পুরোটা তিনি শুটিং শেষ করে আগামী সপ্তাহে উড়াল দেবেন স্কটল্যান্ডে। দেশটির দুই শহর এডিনবরা ও গ্লাসকোতে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করবেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে