বিনোদন ডেস্ক : শোবিজ জগতে পা রাখার পর অনেক নামের সাথে ক্যাটরিনা কাইফের প্রেমের খবর বেরিয়েছে। কিন্তু এই বলিউড অভিনেত্রীর একটি প্রেম কর্পোরেট জগতেও বেশ আরোড়ন তুলেছিল। কারণ ওই প্রেমিকের নাম ছিল আকাশ আম্বানি। ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে তিনি।
শনিবার তার বাগদান সম্পন্ন হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা গোয়ায় হীরা ব্যবসায়ীর কন্যার সাথে বাগদান সারলেন তিনি। বিয়ের অনুষ্ঠানিকাত হবে এই বছরেই।
আগেই জানা গিয়েছিল, রোজি ব্লু ডায়মন্ডের কর্ণধার রাসেল মেহতার পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক হতে যাচ্ছে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপের মালিক আম্বানি পরিবারের। দুই ব্যবসায়ী পরিবারের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অনেক দিন থেকেই। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির বড় ছেলে আকাশের সাথে আংটি বদল করলেন মেহতা পরিবারের ছোট মেয়ে স্লোকা মেহতা। শনিবার গোয়ার সমুদ্রসৈকতের পাশের একটি অনিন্দ্যসুন্দর রিসোর্টে বাগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বাগদানের ছবি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে আকাশ পরেছিলেন নীল রঙের ব্লেজার। স্লোকা মেহতা রুপালি রঙের গাউন পরেছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই এ দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন।
বছর শেষে ডিসেম্বরেই বিয়ে হবে আকাশ-স্লোকার। মুকেশ আম্বানি ও রাসেল মেহতার পারিবারিক পরিচয়ের সূত্রেই আকাশ ও স্লোকার বন্ধুত্ব। দুজনে একসাথে ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনাও করেছেন। বর্তমানে মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর ব্যবসার দেখাশোনা করছেন আকাশ। ২০০৯ সালে স্কুল শেষ করে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়াশোনা করেন স্লোকা। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইনে স্নাতকোত্তর করেছেন। ২০১৪ সাল থেকে নিজেদের পারিবারিক ব্যবসায় যোগ দেন স্লোকা। বর্তমানে তিনি রোজি ব্লু ডায়মন্ডের পরিচালক হিসেবে কাজ করছেন।
দুই বছর আগে একটি পার্টিতে একসাথে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফ ও ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানিকে। এরপরই বলিউডপাড়ায় ওই সময়ের গুঞ্জন, গোপনে তারা নাকি প্রেম করছেন। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ তারকা ক্যাটরিনার প্রেমিক হিসেবে সালমান খান, রণবীর কাপুরের নাম শোনা গেছে। এরপরে খবর চাওর হয় যে বলিউড সুন্দরী ক্যাটরিনা আকাশ আম্বানির সাথে চুটিয়ে প্রেম করছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস