সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ১০:২১:৩৮

পার্টিতে ১৩ কোটি টাকার বিয়ের আংটি খোয়ালেন এই অভিনেত্রী! তারপর...

পার্টিতে ১৩ কোটি টাকার বিয়ের আংটি খোয়ালেন এই অভিনেত্রী! তারপর...

বিনোদন ডেস্ক : মুম্বইয়ের এক নাইট ক্লাব পার্টিতে বিয়ের আংটি খোয়ালেন মার্কিন টেলিভিশন আইকন প্যারিস হিলটন।

জানা যাচ্ছে প্রায় ২০ লক্ষ ডলার মূল্যের আংটিটির দাম। যা ভারতীয় মুদ্রায় ১৩ কোটি টাকার কাছাকাছি। কীভাবে হারাল এই বহুমূল্যের আংটিটি?

পেজ সিক্স ম্যাগাজিন সূত্রে খবর, ওই নাইটক্লাবে নাচ করার সময় শূন্যে হাত তুললে তখনই খুলে পড়ে যায় আংটিটি। সে সময় এতই ভিড় এবং অন্ধকার ছিল সে সময় উদ্ধার করা যায়নি।

প্যারিসের বাগদত্তা ক্রিস জিল্কা সঙ্গে সঙ্গে ভিআইপি সেকশনে খুঁজতে শুরু করেন। যেখানে প্যারিস নাচছিলেন তার ঠিক কাছেই হিরের আংটিটি উদ্ধার করেন ক্রিস। কিন্তু ততক্ষণে কেঁদে ভাসিয়ে ফেলেছেন প্যারিস।

প্যারিস তাঁর এই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, আমার জীবনের সবচেয়ে বিভীষিকার দিন এটি। ভেবেই ছিলাম আর আংটিটা পাব না।

আর কী বললেন? প্যারিস বলেন, আংটিটি বড় এবং খুব ভারি। নাচ করার সময় খুলে বরফের পাত্রে গিয়ে পড়ে।

কেউ এটি পাওয়ার আগে ভাগ্যিস আমার প্রেমিক আংটিটি খুঁজে পেয়েছে। না হলে যে কী হত?
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে