বিনোদন ডেস্ক : লন্ডন থেকে দেশে ফিরেই বাবার দেখানো পথে বারী সিদ্দিকীর মেয়ে। এলমালন্ডন থেকে ঢাকায় ফিরেই গানের জগতে স্থায়ী হবার ইচ্ছে পোষন করেছেন এলমা সিদ্দিকী।
দেশের নন্দিত গায়ক বারী সিদ্দিকীর মেয়ে তিনি। পড়ালেখার কারনে দীর্ঘদিন তিনি লন্ডনে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। এলমার ইচ্ছে তিনি বাবার পথেই হাটবেন। থাকবেন গানের সঙ্গে।
প্রয়াত বাবা বারী সিদ্দিকীর সাথে দু’একটি অনুষ্ঠানে গান করলেও এবারই প্রথম কোনো টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গান গাইলেন তিনি। তাকে দেখা যাবে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ গাইতে।
ইতোমধ্যে গানটির অডিও ধারণ এবং গত ৯ মার্চ বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে দর্শক উপস্থিতিতে ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। জানা গেছে, পরিবর্তনে গানটি প্রচার হবে শিগগিরই। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনায় রয়েছেন যথারীতি আনজাম মাসুদ।
এমটিনিউজ২৪/এম.জে/ এস