সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ১০:২৪:১৪

অটো চালিয়ে স্ত্রীকে মুম্বাই ঘুরালেন অক্ষয় কুমার

অটো চালিয়ে স্ত্রীকে মুম্বাই ঘুরালেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : রোববার মানেই যেন অন্য মেজাজ প্রায় সব মানুষের মধ্যেই। রোববারটা আর বাকি দিনগুলোর রোজনামচার বাইরে গিয়ে একটু আউটিং বা একটু বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়— বিবিরা তাদের মিঞাদের কাছে এসবেরই দাবি জানিয়ে থাকেন।

তারকাদের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা তাই। যেমনটা হল টুইঙ্কেল খান্নার সঙ্গে। তার পতিদেব অর্থাৎ অক্ষয় তো আবার স্ত্রীকে সারপ্রাইজ দিতে অটো নিয়েই হাজির রোববার সকাল সকাল। চালকের আসনে অক্ষয় আর যাত্রীর আসনে টুইঙ্কেল— এই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টুইঙ্কেল।

আর ছবি শেয়ার করে টুইঙ্কেল লিখছেন, “পারফেক্ট রোববার! ভোর চারটে থেকে লাগাতার আড়াই ঘন্টা লেখালেখি, তারপরেই আমার পোষ্য কুকুরের সঙ্গে হাঁটতে বেরনো, আর তারপরেই আমার কিউট অটো ড্রাইভারের সঙ্গে একটু খুনসুটি। আর এই সব কিছুই সকাল ৯টার আগে।”

হ্যাঁ এইভাবেই রবিবার সকালটা কাটিয়েছেন টুইঙ্কেল খান্না। কখনও লেখায় মগ্ন ছিলেন কখনও আবার প্রিয় কুকুরের সঙ্গে। তবে স্বামীর সঙ্গে কাটানো সময়টা যে এক্কেবারেই স্পেশাল ছিল সেই ইঙ্গিতও মিলছে তার পোস্টে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে