বিনোদন ডেস্ক : ক্যামেরার সামনে হোক বা পিছনে ইদানিং বেশ পেজ থ্রি শিরোনাম দখল করে রাখছেন অভিনেতা রণবীর সিং৷ আর এই জনপ্রিয়তাকে হাতিয়ার করে ডিমান্ড বেড়েই চলেছে দিনের পর দিন৷ সব ইভেন্টে তাঁকে নিয়ে আসতে চাইছেন উদ্যোক্তরা৷ ডাক পড়েছে আইপিএলেও৷ কিন্তু রণবীর যা ডিমান্ড করেছেন তা শুনে তাজ্জব বনে গেলেন আইপিএলের কর্মকর্তারা৷
ভিভো আইপিএল ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে রণবীর সিংয়ের উপস্থিতি নিয়ে জোর জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই৷ শোনা যাচ্ছিল, আয়োজকদের একাংশের প্রধান পছন্দ নাকি তিনি৷ এটা রণবীরের কানে যেতেই তাঁর চাহিদা বেড়ে গেল কয়েকগুন৷ সূত্রের খবর, অনুষ্ঠানে ১৫ মিনিটের পারর্ফমেন্সের জন্য তিনি দাবি করেছেন ৫ কোটি টাকা৷
রণবীর সিংয়ের দাবি শুনে হতবাক আইপিএল কর্মকর্তারা। তারকার এই দাবি শুনে কি পিছিয়ে আসবেন আইপিএলের কর্তারা? তাহলে কি রণবীর ছাড়াই হবে উদ্বোধনী অনুষ্ঠান? তবে রণবীর আদৌ কি বিষয়টি নিয়ে কোন দরাদরি করবেন কিনা তা এখনও জানা যায়নি৷ -কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস