মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮, ১২:৫০:১২

মাত্র ৫০ টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ

মাত্র ৫০ টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড মানেই স্বপ্নকে সত্যি করার একটা হাতছানি। বলিউডে অভিনয় করার জন্য দূর দূরান্ত থেকে হাজারও মানুষ এখনও পাড়ি দেয় এই বাণিজ্য নগরীতে। তবে সকলেই স্বপ্নকে বাস্তব করতে পারে না। আজ যে সেলিব্রিটিদের দেখার জন্য লোকেরা টাকা খরচ করে সিনেমা দেখতে যায়, যাঁদেরকে নিজেদের জীবনের ইন্সপিরেশন ভাবেন, জানেন কি তাদের জীবনে প্রথম বেতন কত ছিল?

১. অমিতাভ বচ্চন
তালিকায় সবার ওপরে নাম যে বিগ বি-র থাকবে তা তো স্বাভাবিকই। অমিতাভ বচ্চন এখন একটি সিনেমায় অভিনয় করার জন্য চার্জ নেন ৪ থেকে ৫ কোটি টাকা। কিন্তু আপনি কি জানেন, শাহেনশার জীবনের প্রথম স্যালারি ছিল মাত্র ৫০০ টাকা! একটি সাক্ষাত্‍কারে তিনি জানান, তার জীবনে প্রথম চাকরি ছিল একটি শিপিং ফার্মে। সেখানে প্রতি মাসে তিনি ৫০০ টাকাই বেতন পেতেন।

২. শাহরুখ খান
ত্র ৫০ টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ। বিশ্বের সবথেকে ধনীতম ব্যক্তিত্বদের তালিকায় বলিউডের কিং খানের নাম প্রায়ই দেখা যায়। কিন্তু আপনি হয়তো জানেন না কেরিয়ারের শুরুর দিকে তার প্রথম উপার্জিত অর্থ ছিল মাত্র ৫০ টাকা। শুনলে তাজ্জব বনে গেলেও এটাই সত্যি। কিন্তু এখন এই তারকা একটি ছবির জন্য চার্জ করেন ৪০ থেকে ৪৫ কোটি টাকা।

৩. হৃতিক রোশন
অনেকেই ভাবেন যে স্টারকিড মানেই সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন তাঁরা। তবে স্টারের ঘরে জন্মেছে বলেই যে তাকে কষ্ট করতে হবে না এ সংজ্ঞা অনেকদিন আগেই বদলে দিয়েছে রাকেশ পুত্র হৃতিক রোশন ।এই অভিনেতার প্রথম উপার্জিত অর্থ হল ১০০ টাকা। শিশু অভিনেতা হিসাবে তিনি প্রথম কাজ পেয়েছিলেন 'আশা' সিনেমায়।

৪. অক্ষয় কুমার
বলিউডের খিলাড়ি কুমার যে প্রচুর ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজে জনপ্রিয়তা পেয়েছেন তা তো কারোর অজানা নয়। এই অভিনেতার জীবনে প্রথম চাকরি হল ব্যংককের একটি রেস্তরোয় শেফ পদে এবং তার প্রথম বেতন হল ১৫০০ টাকা।

৫. সোনাম কাপুর
অভিনেত্রী সোনাম কাপুর ফিল্মি কেরিয়ার শুরু হওয়ার আগে তিনি সঞ্জয়লীলা বনসালীর প্রোডাকশনে সহ পরিচালক হিসাবে বহুদিন কাজ করেছেন। এবং তার জীবনে প্রথম স্যালারি হল ৩০০০ টাকা।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে