মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮, ০৩:০৫:০৯

ব্রেকিং : মারা গেলেন অভিনেতা করণ

ব্রেকিং : মারা গেলেন অভিনেতা করণ

বিনোদন ডেস্ক: চলে গেলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা করণ পারানজাপি। মাত্র ২৬ বছর বয়সেই চলে গেলেন করণ। জনপ্রিয় মেগা ‘দিল মিল গ্যায়ে’ অভিনেতা করণের কীভাবে মৃত্যু হলো, তা নিয়ে সঠিক কোনও খবর মেলেনি। তবে ঘুমের মধ্যেই হৃদযন্ত্র বিকল হয়েই করণের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্টে প্রকাশ, মুম্বইয়ের বাড়িতেই মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মৃত অবস্থায় উদ্ধার করা হয় করনের দেহ। তাঁর মৃত্যুর খবর ছড়াতেই টেলি জগতে শোকের ছায়া নেমে আসে। ‘দিল মিল গ্যায়ে’র পাশাপাশি ‘সঞ্জীবনি’-র মত জনপ্রিয় মেগাতীয় দেখা গিয়েছে করণকে।

ওই সিরিয়ালে করনের নাম হয় জিগনেস। করণের মৃত্যুর পর অভিনেতা করণ ওয়াহি ভেঙে পড়েন। সোশ্যাল সাইটে তিনি লেখেন, ‘আমরা তোমায় মিস করব জিগস’।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে