সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন ঢালিউড অভিনেত্রী আইনির সুলতানা। চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সুইটি' শিরোনামের ভিডিওটির পুরো শ্যুটিং শেষ করা হয়েছে এক রাতের মধ্যে।
এতে 'সুইটি' রূপেই আবির্ভূত হচ্ছেন আইরিন। সুর, সংগীতায়জনের পাশাপাশিও গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ সেন। গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। ভিডিওটির শ্যুটিং করা হয়েছে কলকাতায়। এটি কোরিওগ্রাফি করেছেন কলকাতার শিব রাম। আগামী পহেলা বৈশাখে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে।
‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক আইরিন সুলতানার। এরপর কাজ করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’সহ বেশ কয়েকটি ছবিতে। সম্প্রতি ‘পদ্মার প্রেম’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন।
এমটি নিউজ/আ শি/এএস