বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ০৮:২৫:৫৭

আজ জন্মদিনে যে ঘোষণা দিল শাকিব খান

আজ জন্মদিনে যে ঘোষণা দিল শাকিব খান

বিনোদন ডেস্ক: কিং খানের জন্মদিন। তাই আজ ২৮ মার্চ বেশ সাজ সাজ রব পড়েছিল রাজধানীর হোটেল ওয়েস্টিনে। কেক, বেলুন আর ফেস্টুনের পর নতুন একটি সংবাদ দিলেন ‘প্রযোজক’ শাকিব খান।

তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ আবারও নতুন করে সিনেমা প্রযোজনায় আসছে। এবার শুধু দেশেই নয়, কলকাতাতেও ছবি নির্মাণ করবেন তিনি।

জন্মদিনের কেক কাটার আগেই তিনি এ ঘোষণা দেন। বলেন, ‌‘দুই বাংলা মিলিয়ে আমার প্রযোজনা প্রতিষ্ঠান ছবি নির্মাণ করবে। বর্তমান চাহিদা মাথায় রেখেই এটি করবো। দোকানের খাবার যদি ভালো হয়, তাহলে তো কাস্টমার আসবেই।’
শাকিব আরও বলেন, ‘ছবিগুলোতে আমি নিজে অভিনয় করবো। আবার নতুনদেরও সুযোগ করে দিতে চাই। এছাড়া নতুন নির্মাতাদের সুযোগ করে দিতে চাই, পুরনো গুণী নির্মাতাদের নিয়ে কাজ করতে চাই। সব মিলিয়ে আমরা সুন্দর একটা বন্ধন তৈরি করতে চাই।’

এর আগে জন্মদিন উপলক্ষে শাকিবের নামে ইউটিউব চ্যানেল উদ্বোধন করা হয়। এমনকি সেখান থেকেই চ্যানেলটি থেকে সরাসরি অনুষ্ঠান প্রচার করা হয়। ‘শাকিব খান অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলটি সমন্বয় করছে বঙ্গ বিডি।
এদিকে নিজের জন্মদিনে তার ভক্তদের স্মরণ করতে ভুলেননি এই সুপারস্টার। ভক্তদের উদ্দেশে বলেন, ‘রাত ১২টার পর থেকেই ভালোবাসা পাচ্ছি। এত ভালোবাসা পেয়েছি, এ শাকিব খান হওয়ার পেছনে তাদের সবার অবদান। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ ভালোবাসার কাছে আমি ঋণী।’

শাকিব এখন ‘সুপার হিরো’ ছবির শুটিং করছেন। ছবির কাজ শেষ করে তিনি চট্টগ্রাম থেকে এ অনুষ্ঠানে যোগ দিতে আসেন ২৮ মার্চ সন্ধ্যায়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে