বিনোদন ডেস্ক : বলিউডের 'ভাইজান' সালমান খানের বিরুদ্ধে দায়ের হওয়া কোঙ্কনি কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে ৫ এপ্রিল। এমনটাই জানানো হল ভারতের যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুরাল কোর্ট-এর তরফে।
রায়ের তারিখ ঘোষণার পর থেকে নতুন বিপদের মুখে সালমান। সাল্লু ভাই ছাড়াও সাইফ আলি খান, নীলম, তাব্বু, সোনালী বেন্দ্রে ও দুষ্মন্ত সিং নামের এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধেও ওই একই মামলায় অভিযোগ দায়ের হয়েছিল। আজ ছিল এই মামলার শুনানির শেষ দিন।
আদালতে হাজির ছিলেন সরকার ও অভিযুক্তদের উকিল। খালি ছিলেন না সালমান খানের উকিল হস্তিমল সারস্বত। সুরজ বরজাতিয়ার ছবি, 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন সাইফ, নীলম, সোনালী ও তাব্বুর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে যান সালমান।
গুলি করেন ২টি বিরল প্রজাতির কৃষ্ণষার হরিণ। হরিণ দু'টি সঙ্গে সঙ্গেই মারা যায়। এই ঘটনার পর, স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। স্থানীয় ওই ব্যক্তির পাশাপাশি মামলা দায়ের হয় ৫ অভিনেতার নামে।
এমটিনিউজ/এসএস