মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ১২:৪০:০২

“এ দেশে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি”

“এ দেশে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি”

বিনেদান ডেস্ক : শাহরুখ খানের পরে এবার আমির খান। অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুললেন এই বলিউড অভিনেতা। বললেন, “এ দেশে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি।” শুধু এতেই থেমে থাকেননি। আমির জানিয়েছেন, ধর্মীয় অসহিষ্ণুতার এই পরিবেশে দেশ ছাড়তে চাইছেন তার স্ত্রী কিরণ রাও। আমিরের দাবি, জীবনে এই প্রথম এ ধরনের কথা বলছেন কিরণ। নিজের সন্তানদের নিরপত্তা নিয়েও ভয় পাচ্ছেনে এই বলিউড দম্পত্তি। এ মাসের গোড়ায় একই বিষয়ে আতঙ্ক হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের ৫০তম জন্মদিনে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। দেশে প্রবল অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছিলেন শাহরুখ। মৌলবাদ নিয়ে একই রকম আক্রমণাত্মক আমির। সন্ত্রাসের সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলার বিপজ্জনক দিকটি নিয়েও আতঙ্ক হয়েছেন তিনি। আমিরে কথায়, “কেউ হিংসার আশ্রয় নিলেই আমরা প্রথম যে ভুলটা করি তা হল, তার সঙ্গে একটা ধর্মীয় লেবেল সম্পর্ক দেওয়া। হয় সে হিন্দু নয় মুসলিম মৌলবাদী।” ২৪, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে