বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ০৫:৩৭:২৯

ছেলেদের কাছে এনে দিলেন মা-কে! কার সঙ্গে ঘর করছেন হৃত্বিক?

ছেলেদের কাছে এনে দিলেন মা-কে! কার সঙ্গে ঘর করছেন হৃত্বিক?

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই হৃত্বিক রোশনের সঙ্গে সুজান খানের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। ছেলেদের কাছে এনে দিলেন মা-কে! কার সঙ্গে ঘর করছেন হৃত্বিক?

সম্প্রতি গোয়ায় ছুটি কাটিয়ে সুজানের সঙ্গে মুম্বইতে ফেরেন হৃত্বিক রোশন। হৃত্বিক, সুজানের সঙ্গে ওই সময় ছিলেন জায়েদ খান ও তাঁর স্ত্রী-ও। সবকিছু মিলিয়ে বিচ্ছেদের পর হৃত্বিক-সুজান আবার এক ছাদের নীচে আসছেন  বলেই মনে করছে বিভিন্ন মহল।

আর এবার ছেলে রেহানের জন্মদিনে রোশন পরিবারের সঙ্গে দেখা গেল সুজানকে। রেহানের জন্মদিন উপলক্ষে ওইদিন হৃত্বিক রোশন এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা যায় সুজানকে। যেখানে বেশ হাসিখুশি মুখেই দেখা যায় হৃত্বিকের প্রাক্তন স্ত্রীকে।

যদিও, এত কিছুর পরও নিজেদের সম্পর্ক নিয়ে কোনওভাবেই মুখ খুলতে নারাজ হৃত্বিক রোশন এবং সুজান খান। তবে কঙ্গনা রানাউতের অভিযোগ পালটা অভিযোগের পর হৃত্বিক রোশনের পাশে এসে দাঁড়ান তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান-ই। -জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে