বিনোদন ডেস্ক: মুক্তির আগেই আলোচনায় শাকিব-শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি ‘চালবাজ’। এ সিনেমার ট্রেইলার ও গান মুগ্ধ করেছে সিনেমা প্রেমীদের। আগামী এপ্রিলে কলকাতায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। নবাব’এর পর চালবাজ দেখতে মুখিয়ে আছেন শাকিব-শুভশ্রী জুটির ভক্তরা।
বর্তমানে কলকাতায় এ সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শুভশ্রী। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অবাক করা মন্তব্য করেন এ নায়িকা। শুভশ্রী জানান, তিনি মূলত চালবাজকে পছন্দ করেন না। শুধুমাত্র চরিত্রের প্রয়োজনেই এ নামের ছবিতে অভিনয় করেছেন তিনি।
বাস্তব জীবনে শুভশ্রীর চোখে সেরা চালবাজ কে? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, এখনো ওরকম চালবাজ দেখিনি। তবে নেগেটিভ ওয়েতে কাউকে দেখতেই পছন্দ করি না। বিশেষ করে চালবাজ আমার পছন্দ নয়। ওদের আমি ইগনোর করেই চলি।
এদিকে চালবাজ ছবি নিয়ে শুভশ্রী বলেন, গল্পটা চেঞ্জ হলেই কেমিস্ট্রিতে নতুন অ্যাঙ্গেল আসে। ‘নবাব’ ডিফরেন্ট ঘরানার ছবি ছিল। তবে এই ছবিতে শাকিব আর আমার ক্যারেক্টার বদলে গেছে। ফলে কেমিস্ট্রিও বদলেছে।
শুভশ্রী আরো বলেন, আমার কাছে ছবির দু’টো ডেফিনেশন। ভাল আর খারাপ। সব ছবিই টাকা কামায়। কমার্শিয়াল হওয়ার জন্যই সিনেমা প্রেক্ষাগৃহে আসে। আমাদের জন্য সবটাই এক। ক্যামেরার সামনে অভিনয়। যে চরিত্র পাই সেটা ফুটিয়ে তোলা। ফলে বলতে পারেন, এটা একটা ভাল ছবি। রোমান্টিক, কমেডি, অ্যাকশন সব কিছু নিয়েই ফুল এন্টারটেনমেন্ট একটা প্যাকেজ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস