বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বছরজুড়ে নিজের বিয়ে, সংসার, সন্তানসহ নানা বিষয় নিয়ে বেশ আলোচনায় ছিলেন। সম্প্রতি নিজের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে কলকাতায় গিয়েছিলেন তিনি।
সেখানে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দেখাও হয়েছে তার। এরইমধ্যে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। বর্তমান সময়টা কিভাবে কাটছে জানতে চাইলে অপু বিশ্বাস জানান, আমি খুব ভালো আছি।
সন্তান জয়কে নিয়ে আমার সুন্দর সময় কেটে যাচ্ছে। শাকিবের সঙ্গে আমার অনেকদিন পর দেখা হয়েছে। আর জয়ের বিষয়ে কথাও হয়েছে। তবে কি কথা হয়েছে তা বলতে চাই না। কারণ, এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে কথা বাড়াতে চাই না আর। সময় হলেই সকলে তা জানতে পারবেন।
এদিকে অপু বিশ্বাস কয়েকদিন পর পরিচালক রবিন খানের নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এ ছবিতে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন তিনি। কতখানি প্রস্তুত তিনি জানতে চাইলে বলেন, আমি প্রস্তুত। নিজের ওজন কমানোর জন্য দৈনিক ব্যায়াম করছি। আর ছবির চিত্রনাট্যও পড়েছি। মে মাসের শুরুতে এ ছবির কাজ শুরু হবে।
চিত্রনাট্যটি বেশ ভালো করেই পড়া হয়েছে আমার। ছবির কাহিনীতে টুইস্ট রয়েছে। তবে ছবির কাহিনীটা এখন বলতে চাই না। কাজটা ভালোভাবে শেষ করতে চাই। এরইমধ্যে কলকাতার একটি প্রোডাকশনের ছবিতেও কাজের প্রস্তাব পেয়েছেন অপু। তবে ছবিটি নিয়ে এখন মুখ খুলছেন না তিনি।
এই প্রজেক্টের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, ওপার বাংলার একটি ছবি নিয়ে কথা হচ্ছে। তবে সবকিছু চূড়ান্ত না হলে ছবির পরিচালক বা সহশিল্পী নিয়ে কথা বলতে চাই না। সবকিছু মিলে গেলে অবশ্যই এ ছবিতে কাজ করবো আমি। অপু সবশেষ ২০১৫ সালের শেষদিকে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবির কাজ করেন। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেন শাকিব খান।
এমটিনিউজ২৪/এম.জে/ এস