বিনোদন ডেস্ক : তৈমুর আলি খান—কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের একমাত্র পুত্র। জন্মের পর থেকে এত বেশি ক্যামেরার সামনে এসেছে ১৪ মাস বয়সী এই তারকা সন্তান, যে কারণে কীভাবে পোজ দিতে হয় তা খুব ভালো করেই জানা আছে তার।
খুব সাবলীলভাবে ক্যামেরার ফ্ল্যাশের দিকে তাকিয়ে থাকতে পারে তৈমুর, যাতে এটি পরিষ্কার যে সে ক্যামেরা খুব ভালোবাসে। আর এর জোরালো প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।
সেদিন সকালে মায়ের কোলে দেখা গেল তৈমুরকে। বেশ হাসি-খুশি মেজাজে মা কারিনার কোলে চড়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল সে। শুধু তা-ই নয়, নিজের জিভ উলটে এমনভাবে ক্যামেরার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন সাংবাদিকদের ভ্যাঙানো হচ্ছে।
কিন্তু যে মুহূর্তে কারিনা তাকে ক্যামেরা থেকে সরিয়ে নিল, অমনি সে কান্নায় ভেঙে পড়ল। মনে হচ্ছিল যেন সাংবাদিকদের কাছে দেওয়া কথা রাখতে পারল না তৈমুর।
এদিকে তৈমুরের কান্নার দৃশ্য দেখে নিজের হাসি চেপে রাখতে পারলেন না কারিনা। প্রতিটি বলিউড তারকা তাদের সন্তানদেরকে নিয়ে সচেতন, যেন কোনো সাংবাদিকের নজরে না পড়ে তারা।
সেদিক থেকে দেখতে গেলে তৈমুর ব্যতিক্রম। প্রথম থেকেই প্রকাশ্যে আসার কারণে তৈমুরও এখন সাংবাদিকদের মনোযোগ আকর্ষণ করতে চায়। অবশ্য এটি তার জন্য একটি নিয়মিত ব্যাপার। কারণ সাংবাদিকরা তো সব সময় ক্যামেরা নিয়ে তৈমুরের পিছু নিয়ে থাকে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস