শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ১০:২৬:৩০

ভক্তের কাছ থেকে খুনের হুমকি পেলেন এই অভিনেতা

ভক্তের কাছ থেকে খুনের হুমকি পেলেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের সুপারহিট ছবি 'ফ্যান' এর গৌরব চান্দার কথা মনে আছে? আরিয়ান খান্নার চরিত্রে অভিনয় করা শাহরুখের দেখা পেতেন্য কী কাণ্ডটাই না করেছিল সে!

সেলুলয়েডে এই ধরনের রোমাঞ্চকর গল্প দেখতে কার না ভালো লাগে! তবে রিল লাইফের ঘটনা যখন রিয়েল লাইফে ঘটে, তখন আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। এমনটাই হল গুরমিত চৌধুরির ক্ষেত্রে। ভক্তের কাছ থেকে খুনের হুমকি পেলেন এই অভিনেতা!

সম্প্রতি গুরমিত নিজের টুইটার অ্যাকাউন্টে হুমকিদাতার ছবিসহ মেসেজগুলোর স্ক্রিনশট পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'বেশ কয়েকদিন ধরে আমার কিছু অনুরাগীরা আমার ফোন এবং মেসেজ করে জানাচ্ছে যে, এক ব্যক্তি আমার অন্ধ ভক্ত।

নিজের ডেডিকেশন প্রমাণ করার জন্য সে আত্মহত্যা করতে প্রস্তুত! আমি আমার প্রতিটি ভক্তকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তাদের জন্য কেয়ারও করি তবে এটুকু অনুরোধ করছি এই ধরনের ব্যবহার মানসিকভাবে আঘাত আনে। ট্রমার সৃষ্টি করে। আপাতত ছবিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সে আমায় খুন করতে চায়!'

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই যথেষ্ট চিন্তিত গুরমিত।  তিনি সেই ভক্তদের অনুরোধ জানিয়েছেন নিজেকে কিংবা অন্যকে খুন করা থেকে বিরত থাকতে। তবে আইনি পদক্ষেপ নেবেন কিনা সে বিষয় এখনও কিছু জানা যায়নি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে