মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০২:৩৭:৫৬

অসহিষ্ণুতার প্রশ্নে এবার তোপের মুখে আমির খান

অসহিষ্ণুতার প্রশ্নে এবার তোপের মুখে আমির খান

বিনোদন ডেস্ক : এবার আমির খানের সঙ্গে সরাসরি সংঘাতের পথে অনুপম খের। অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খোলায় এবার আমির খানকে সম্বোধন করেই তার টুইট ঘিরে বিতর্ক। কাল অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন আমির খান। আর তারপরেই একের পর এক টুইটে আমিরকে তীব্র আক্রমণ অনুপম খেরের। প্রথম টুইটে প্রিয় আমির বলে সম্বোধন করে তিনি লেখেন, তিনি কি কিরণকে জিজ্ঞাসা করেছেন কোন দেশে যেতে চান? তিনি কি বলেছন কোন দেশ তাকে আমির খান বানিয়েছে? দ্বিতীয় টুইটে অনুপমের প্রশ্ন, আমির খান কি কিরণকে জানিয়েছেন যে এর থেকেও খারাপ পরিস্থিতিতে তিনি কখনও দেশ ছাড়ার কথা ভাবেননি? তৃতীয় টুইটে অবশ্য আমির খানের পেশাগত প্রসঙ্গ তুলে কটাক্ষ করতেও ছাড়েননি অনুপম খের। Dear @aamir_khan. Did you ask Kiran which country would she like to move out to? Did you tell her that this country has made you AAMIR KHAN. — Anupam Kher (@AnupamPkher) November 23, 2015 Dear @aamir_khan. Did you tell Kiran that you have lived through more worse times in this country & but you never thought of moving out. — Anupam Kher (@AnupamPkher) November 23, 2015 Dear @aamir_khan. When did ‘Incredible India’ become ‘Intolerant India’ for you? Only in the last 7-8 months? #AtithiDevoBhavah — Anupam Kher (@AnupamPkher) November 23, 2015 কেন্দ্রীয় পর্যটনের মুখ আমির খানকে তাঁর প্রশ্ন, 'INCREDIBLE INDIA' তাঁর কাছে কবে থেকে 'INTOLERANT INDIA' হয়ে গেল? গত ৭-৮ মাসে? চতুর্থ টুইটে অনুপমের মন্তব্য, যদি মেনেই নেওয়া হয় যে ভারত অসহিষ্ণু দেশ তবে কোটি কোটি দেশবাসীকে কী পরামর্শ দেবেন অমির? দেশ ছাড়ার পরামর্শ? নাকি পালাবদলের অপেক্ষা? Dear @aamir_khan Presumed country has become #Intolerant. Wat do u suggest 2 millions of Indians? Leave India? Or wait till regime changes? — Anupam Kher (@AnupamPkher) November 23, 2015 অনিল কুমার লিখেছেন, খুব হতাশাজন ও দুর্ভাগ্যজনক যে,ভারতে বসেই অর্থ ও খ্যাতিলাভের পর ভারতকেই অপমান করতে ছাড়ছেন না অভিনেতা। এস রঙ্গনাথন টুইট করেছেন, আমির খান এখন দেশ-বিরোধীদের নতুন বন্ধু। অশোক পন্ডিতের প্রশ্ন, গুজরাত দাঙ্গার জন্য এখন মোদীকে দুষছেন আমির খান। তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পর কেন মোদীর সঙ্গে দেখা করেছিলেন আমির? টুইটে তীব্র কটাক্ষের শিকার কিরণ রাও-ও। ডিজাইন ব্যানডিট প্রোফাইল থেকে লেখা হয়েছে তবে কি এবার আমির খানের স্ত্রীই দেশে অসহিষ্ণুতার মাপার নয়া যন্ত্র? তার পেটেন্টশিপ নেওয়া উচিত্। অসহিষ্ণুতার ইস্যুতে মুখে খুলে এখন লাগাতার টুইটবিদ্ধ আমির খান। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে