শুক্রবার, ০৬ এপ্রিল, ২০১৮, ০১:৩৪:৩৮

লালু প্রসাদের ছেলেকে বিয়ে করছেন ঐশ্বর্য রাই!

লালু প্রসাদের ছেলেকে বিয়ে করছেন ঐশ্বর্য রাই!

বিয়ে ঠিক হল লালুপুত্র তেজ প্রতাপ যাদবের। তবে, পাত্রীর নাম শুনলে চমকে উঠবেন আপনিও। আগামী মে মাসে তেজস্বীর সঙ্গে বিয়ে হচ্ছে ঐশ্বর্য রাইয়ের। বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ রাইয়ের মেয়ে ঐশ্বর্য। তেজ প্রতাপ ও ঐশ্বর্যের আংটি বদল হবে চলতি মাসেই। এরপর মে মাসে আনুষ্ঠানিক ভাবে তাঁরা বিয়ে সারবেন।

বিহারের সাংবাদপত্র লাইভ সিটির রিপোর্ট অনুসারে, তেজ প্রতাপ ও ঐশ্বর্যের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাড়ি থেকেই বিষয়টি স্পষ্ট করা হয়। আগামী ১৮ এপ্রিল বাগদান পর্বের পর ১২ মে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হচ্ছে তাঁদের।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্য দিল্লি থেকে স্নাতক। বর্তমানে কয়েকটি সামাজিক প্রকল্পের ওপর কাজ করছেন তিনি।

প্রসঙ্গত, তেজ প্রতাপের বিয়ের কথা নিয়ে সম্প্রতি বিতর্ক ছড়ায়। আরজেডি-জেডিইউ জোট ভেঙে যাওয়ার পর বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর ছেলের বিবাহ বাসরে ঢুকে হাঙ্গামা করার হুমকি দিয়ে সংবাদ শিরোনামে নাম ওঠে তেজ প্রতাপের। এখানেই শেষ নয় বিয়ে প্রসঙ্গকে সামনে এনে জেডিইউ প্রধান নীতীশ কুমারকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। যদিও পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সুশীল মোদী আমার কাকা। আমি চাই তিনিই আমার বিয়ের জন্য পাত্রী দেখুক।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে