‘কজরা রে’ গানের শিল্পী বলিউড নিয়ে যা বললেন!
বিনোদন ডেস্ক : 'বান্টি অউর বাবলি' ছবিটি যারা দেখেছেন বা দেখেননি, তারা প্রত্যেকেই কিন্তু ছবির একটি গানে মুগ্ধ না হয়ে পারেননি। এক দশক আগের কথা। সে সময় গানটি একটা 'অ্যান্থেমে' পরিণত হয়েছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এমনকী প্রতিবেশী দেশগুলিতেও দারুণ জনপ্রিয় 'কজরা রে' গেয়েছিলেন আলিশা চিনাই, জাভেদ আলি এবং শঙ্কর মহাদেবন। কিন্তু বাকি দু'জন পুরুষ সহ-গায়ককে এক কথায় সামনেই আসতে দেয়নি আলিশার গায়কি সুর।
এমন একটা গানের জন্য কত টাকা পেয়েছিলেন আলিশা জানেন কি? মাত্র ১৫ হাজার। নব্বইয়ের দশকে এমন একটা সময় ছিল যখন তাকে 'বেবি ডল' বলা হত। ইন্ডিয়ান-পপ জগতে তখন তারই শাসন ছিল। মেড ইন ইন্ডিয়া অ্যালবামটি দীর্ঘ সময় কাউন্টডাউন চার্টে এক নম্বরে থাকার জন্য তো রেকর্ড করে। তবে বলিউডে তার উপস্থিতি এত কম কেন? উত্তরটা দিয়েছেন আলিশা নিজেই।
তিনি বলেন, 'বলিউডকে অনেক দেখে ফেলেছি, আর নয়। বিশ্বাস করুন আমি প্রথমে চমকে উঠেছিলাম। 'কজরা রে' গানটি গাওয়ার জন্য যশরাজ ফিল্মের তরপ থেকে আমাকে মাত্র একটি ১৫ হাজার টাকার চেক পাঠানো হয়। আমি সেটা ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা ফের ওই একই চেক আমায় পাঠায়।'
সব থেকে আশ্চর্যের বিষয়, এখনও যখন কোনও জলসায় এই গানটি গান তিনি, যশরাজ ফিল্ম-কে রয়্যালটি দিতে হত অনুষ্ঠানের আয়োজকদের। বিভিন্ন অনুষ্ঠানে এখন এই গানটি না গাওয়ার জন্য উদ্যোক্তাদের তরফ থেকেই অনুরোধ আসে। দুঃখের সঙ্গে আলিশা বলেন, 'ইন্ডিয়ান মিউজিক শেষ হয়ে গিয়েছে। প্রকৃত শিল্পীরা এখন দর পান না। সোলো অ্যালবাম এখন কেউ পয়সা দিয়ে কেনেন না। লতাজি গানের জন্য রয়্যালটি নেন। এ আর রহমান মিউজিক কপিরাইট নিজের নামে রাখেন। তা হলে প্রযোজকরা বাকি শিল্পীদের রয়্যালটি দিতে অস্বীকার কেন করছেন? আপনারা জানেন, এখন বেশ কয়েকজন শিল্পী রয়েছে, যারা বিনে পয়সা হিন্দি ছবিতে গান গাইছেন?'
২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�