শাবনূরের সাত স্বপ্ন
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর কয়েক মাস আগে ‘পাগল মানুষ’ সিনেমায় কাজ করেছেন। শোনা যাচ্ছে, আবারো চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন তিনি। সন্তান ও মাকে নিয়ে চলতি বছরের ১৫ সেপ্টম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সেসময় তিনি বলেছিলেন, দুই মাসের মধ্যে আবার দেশে ফিরে আসবেন। এদিকে তার সেই যাওয়াটাকে নিন্দুকেরে দেখেছিলেন ভিন্ন চোখে। তখন অনেকেই বলেছিলেন শাবনূর আর দেশে ফিরবেন না। তবে সেই নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে দেশে ফিরেছেন শাবনূর। তবে এখনো নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি।
চলতি মাসের ১৫ নভেম্বর দেশে ফিরে কারো সাথে কোন প্রকার যোগাযোগ করেন নি। শাবনূর বলেন, ‘দেশে ফিরে খুব ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার ছেলেটা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। জ্বরে সে খুব কাবু হয়ে পড়েছিল। তাকে নিয়ে এই কয়েকটা দিন আমাকে অসম্ভব ব্যস্ত থাকতে হয়েছে। এখন সে ভালো। তাই পরিচিতজনদের সঙ্গে যোগাযোগট করার চেষ্টা করছি।’
জনপ্রিয় অভিনেত্রী শাবনূর প্রায় দুই দশক সময় ধরে ঢালিউডের রানি হিসেবে রাজত্ব করেছেন। অভিনয় করেছেন ঢালিউডের সকল শীর্ষ নায়কদের সাথে। তার অভিনিত সিনেমাগুলো খুজতে গেলে দেখা যায় পাঁচটি ছবির নামের শুরুতেই রয়েছে ‘স্বপ্ন’। আর সে সব সিনেমা নিয়েই আমাদের আজকের আয়োজনঃ
১/ স্বপ্ন নাম নিয়ে শাবনূরের অভিনিত প্রথম ছবি ‘স্বপ্নের ঠিকানা’। আর এই ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। সেই সময় তিনি নায়ক সালমান শাহর সাথে জুটি হয়ে অভিনয় করেন। এবং সালমান-শাবনূর জুটির এই ছবিটি সবচেয়ে হিট সিনেমা হিসেবে রেকর্ড করে। ছবিটি পরিচালনা করেন এমএ খালেক। এই ছবিতে আরো অভিনয় করেন সোনিয়া, রাজীব, আবুল হায়াত ও ডলি জহুর।
২/ স্বপ্ন নাম নিয়ে শাবনূরের অভিনিত দ্বিতীয় ছবি ‘স্বপ্নের পৃথিবী’। আর এই ছবিটিও মুক্তি পায় ১৯৯৫ সালে। এই ছবিটিতেও শাবনূরের নায়ক ছিলেন শালমান শাহ্। এই ছবিটিও দারুন সফলতা পায়। ছবিটি পরিচালনা করেন বাদল খন্দকার। এই ছবিতে আরো অভিনয় করেন ববিতা, দিলদার, অমল বোস ও রাজীব।
৩/ স্বপ্ন নাম নিয়ে শাবনূরের অভিনিত তৃতীয় ছবি ‘স্বপ্নের নায়ক’। আর এই ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এই ছবিটিতেও শাবনূরের বিপরীতে নায়ক ছিলেন শালমান শাহ্। কিন্তু সালমান শাহ এই সিনেমাটি শেষ করে যেতে পারেন নি। ছবিটির অসমাপ্ত অংশ শেষ করেন আমিন খান। এই ছবিটিও দর্শক হৃদয়ে দারুন সাড়া জাগায়। ছবিটি পরিচালনা করেন নাসির খান। এই ছবিতে অারো অভিনয় করেন শাহীন আলম, সোহানা, ডলি জহুর, এটিএম শামসুজ্জামান, আরিফুল হক ও নাসির খান।
৪/ স্বপ্ন নাম নিয়ে শাবনূরের অভিনিত চতুর্থ ছবি ‘স্বপ্নের পুরুষ’। আর এই ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে। এই ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এই ছবিটিও দারুণ দর্শক প্রিয়তা পায়। ছবিটি পরিচালনা করেছেন মনোয়ার খােকন।
৫/ স্বপ্ন নাম নিয়ে শাবনূরের অভিনিত পঞ্চম ছবি ‘স্বপ্নের বাসর’। আর এই ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে। এই ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেন দুইজন নায়ক তারা হলেন রিয়াজ ও শাকিব খান। এই ছবিটির কাহিনী দর্শক হৃদয়ে দাগ কেটে যায়। কারণ ধনী-গরীবের অসম প্রেম এবং একজন নায়কের আত্মত্যাগ ঘটনাটি স্থান পায় এই ছবিতে। এই ছবিতে শাবনূর, রিয়াজ, শাকিব খান ছাড়া আরো অভিনয় করেন রাজীব, নাসির খান, ডন, মিনু রহমানসহ আরও অনেকে।
৬/ স্বপ্ন নাম নিয়ে শাবনূরের অভিনিত ৬ষ্ঠ ছবি ‘স্বপ্নের ভালবাসা’। আর এই ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। এই ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নায়ক রিয়াজ। এই ছবিটি পরিচালনা করেছেন জিল্লুর রহমান। এই ছবিটি দারুণ ব্যবসা সফলতা পায়।
৭/ স্বপ্ন নাম নিয়ে শাবনূর অভিনিত সপ্তম ছবি ‘স্বপ্নের বিদেশ’। আর এই ছবিটির কাজ শুরু করা হয় ২০১৩ সালে। এই ছবিতে শাবনূরের বিপরিতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস। মাঝে শোনা গিয়েছিল মুক্তির অপেক্ষায় আছে ছবিটি। এরপর আর কোন অগ্রগতি হয়েছে বলে শোনা যায়নি। সিনেমাটির শুটিংয়ের পর শাবনূর অস্ট্রলিয়ায় পাড়ি জমান এবং সেখানে বিয়ে করে নাগরিকত্ব পান।
উল্লেখ্য : শাবনূরের প্রথম চলচ্চিত্র ‘চাঁদনী রাতে’র নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। তিনি এরপর মেহেদি, অমিত হাসানের সাথেও ছবি করেন। পরে চিত্র নায়ক সালমান শাহের সাথে জুটি বেধে যে সমস্ত চলচ্চিত্রে অভিনয় করেন তার সবগুলোই ছিল ব্যবসায়িক মানদন্ডে সফল। এরপর শাবনূর বাংলা সিনেমা জগতের প্রায় ছোট-বড় সকল নায়কের সাথেই ছবি করেন। এবং ঢালিউডে এক সময় অনেক জনপ্রিয় নায়িকা হয়ে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। শাবনূর ২০১২ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি এক পুত্র সন্তানের মা হন; পুত্রের নাম আইজান নিহান।
২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�