গ্রেফতার হতে পারেন আমির!
বিনোদন ডেস্ক : গতকাল সোমবার ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন আমির খান। আর তারপরেই একের পর এক টুইটে আমিরকে তীব্র আক্রমণ আসতে থাকে। এই প্রসঙ্গই এখন টক অব দ্য ইন্ডিয়া। আর তারই জেরে গ্রেফতার হতে পারেন বলিউডের ‘পিকে’ আমির খান! শাহরুখ খানের পর এবার আমির খান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন। তার ধারাবাহিকতায় এবার তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হল।
যদিও মধ্যপ্রদেশের অশোক নগর থানায় আমিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে ‘পিকে’ সিনেমায় তিনি পুলিশকে অপমান করে কথা বলেছিলেন। তবে সবার ধারণা অসহিষ্ণুতা ইস্যুতে কার্যত বোমা ফাটানোর কারণেই আমিরের বিরুদ্ধে থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।
এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমির বলেন, সমাজের গভীরে এমনকি তার পরিবারেও 'নিরাপত্তাহীনতা ও ভয়' ঢুকে গেছে। তিনি বলেন, 'কিরণ (আমিরের স্ত্রী) ও আমি সারাজীবন ভারতেই কাটিয়েছি। অথচ প্রথমবারের মতো সে আমাকে জিজ্ঞেস করেছে, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ? সে আমাদের সন্তানদের নিয়ে ভয় পাচ্ছে। আমাদের চারপাশের পরিবেশ কেমন হবে তা নিয়ে তার ভয়। প্রতিদিন খবরের কাগজ খুলতে সে ভয় পায়। এতে এটাই প্রতীয়মান হয়, দেশে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে।'
এদিকে, আমিরের মন্তব্যে বিজেপি প্রতিক্রিয়ায় বলেছে, যে কোনও ব্যক্তি দেশ ছেড়ে যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমিরের মতো এত জনপ্রিয় এক তারকার মুখে এটা শোভা পায় না। এটা দেশের অন্যান্য নাগরিকদের অসহিষ্ণু করে তুলতে পারে।
অন্যদিকে, অভিনেতা ঋষি কাপুর আমিরকে উদ্দেশ্য করে বলেছেন, কোনও কিছুতে সমস্যা হলে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং সেখানে থেকে সমস্যাটা দূর করারই চেষ্টা করা উচিত।
অনুপম খেরের প্রথম টুইটে করে বলেন, প্রিয় আমির বলে সম্বোধন করে তিনি লেখেন, তিনি কি কিরণকে জিজ্ঞাসা করেছেন কোন দেশে যেতে চান? তিনি কি বলেছন কোন দেশ তাকে আমির খান বানিয়েছে? দ্বিতীয় টুইটে অনুপমের প্রশ্ন, আমির খান কি কিরণকে জানিয়েছেন যে এর থেকেও খারাপ পরিস্থিতিতে তিনি কখনও দেশ ছাড়ার কথা ভাবেননি? তৃতীয় টুইটে অবশ্য আমির খানের পেশাগত প্রসঙ্গ তুলে কটাক্ষ করতেও ছাড়েননি অনুপম খের।
অনিল কুমার লিখেছেন, খুব হতাশাজন ও দুর্ভাগ্যজনক যে,ভারতে বসেই অর্থ ও খ্যাতিলাভের পর ভারতকেই অপমান করতে ছাড়ছেন না অভিনেতা। এস রঙ্গনাথন টুইট করেছেন, আমির খান এখন দেশ-বিরোধীদের নতুন বন্ধু। অশোক পন্ডিতের প্রশ্ন, গুজরাত দাঙ্গার জন্য এখন মোদীকে দুষছেন আমির খান। তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পর কেন মোদীর সঙ্গে দেখা করেছিলেন আমির? টুইটে তীব্র কটাক্ষের শিকার কিরণ রাও-ও। ডিজাইন ব্যানডিট প্রোফাইল থেকে লেখা হয়েছে তবে কি এবার আমির খানের স্ত্রীই দেশে অসহিষ্ণুতার মাপার নয়া যন্ত্র? তার পেটেন্টশিপ নেওয়া উচিত্। অসহিষ্ণুতার ইস্যুতে মুখে খুলে এখন লাগাতার টুইটবিদ্ধ আমির খান।
তবে ট্যুইটারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল লিখেছেন, আমির খানের প্রত্যেকটি কথা সত্যি। প্রতিবাদ জানানোর জন্য আমিরকে ধন্যবাদ। এরপরে ফের ট্যুইট করেন কেজরীওয়াল। লেখেন, অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জন্য কটুক্তি ও হুমকি দেওয়া বন্ধ করা উচিত বিজেপির। বরং কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক।
২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�