বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ের মাউন্ট হাসপাতালে চিকিৎসা শেষে দীর্ঘ ৫০ দিন পর সুস্থ হয়ে দেশে ফিরছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিতি।
রবিবার দুপুরের ফ্লাইটে চেন্নাই থেকে তার ঢাকায় পা রাখার কথা।
এ প্রসঙ্গে দিতির মেয়ে লামিয়া চৌধুরী বলেন, আম্মুর চিকিৎসা কোর্স সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে নিয়ে দেশে ফিরছি। সবার দোয়ায় মা সুস্থ হয়েছেন। আবার তিনি অভিনয়ে ব্যস্ত হবেন।
গত ২৫ জুলাই দিতি চেন্নাই গিয়েছিলেন ব্রেন টিউমারের অপারেশন করাতে। ২৭ জুলাই চেন্নাইয়ের মাউন্ট হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অপারেশন সফল হওয়ার পর দিতি চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের প্রথম কার্যক্রেমর মাধ্যেম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দিতি। এরপর অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ